মেসি-রোনালদোর পাশে মানে

প্রকাশ | ১০ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া ডেস্ক ২০১৮-১৯ চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমের সেরা ফরোয়ার্ডের লড়াইয়ে অবধারিতভাবেই আছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। অতীতে নেইমার কিংবা অন্য বড় কোনো তারকা তৃতীয় স্থানে ঠাঁই পেলেও এবারের তালিকায় রয়েছে চমক। দুই মহাতারকার সঙ্গে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন শিরোপাজয়ী লিভারপুলের ফরোয়ার্ড সাদিও মানে। খেলার প্রতিটি পজিশন ভেদে সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা দিয়েছে উয়েফা। তাতে মোট ১২ জনের ৫ জনই আছেন চ্যাম্পিয়ন লিভারপুল থেকে। গত চ্যাম্পিয়ন্স লিগে ১২ গোল করেছিলেন মেসি। তবে ক্লাব বার্সেলোনাকে ফাইনালে তুলতে পারেননি। ঠিকানা বদলে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে যাওয়া রোনালদো করেছেন ৬ গোল। তার ক্লাবের দৌড় থেমেছে কোয়ার্টার ফাইনালেই। সে হিসেবে মানে বেশ সফল বলা চলে। তার ৪ গোল দলকে শিরোপা জেতানোর পেছনে রেখেছে দারুণ অবদান। মানে ছাড়াও বাকি তিন পজিশনে আছে লিভারপুলের একজন করে খেলোয়াড়। মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন আছেন। রক্ষণে এবং গোলরক্ষক পজিশনে ভার্জিল ফন ডিক ও অ্যালিসন বেকারের সম্ভাবনা প্রবল। গত আসরে সবাইকে চমকে দিয়েছিল ডাচ ক্লাব আয়াক্স। রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসকে টপকে উঠে গিয়েছিল সেমিফাইনাল পর্যন্ত। সেই দল থেকে সেরার দৌড়ে আছেন ডিফেন্ডার ম্যাথিয়াস ডি লিট ও মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং। তবে দু'জনে এবার দল বদল করেছেন। ডি লিট এসেছেন জুভেন্টাসে, ডি ইয়ং বার্সাতে। ২০১৮-১৯ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রম্ন পর্বে খেলা ৩২টি দলের কোচ এবং উয়েফার সদস্য ৫৫টি দেশের সাংবাদিকদের ভোটের সমন্বয়ে তৈরি করা হয়েছে সংক্ষিপ্ত তালিকা। তবে কোচরা নিজ দলের খেলোয়াড়দের ভোট দিতে পারেননি। ২৯ আগস্ট মোনাকোতে হবে নতুন আসরের ড্র। সেদিনই ঘোষণা হবে সেরা খেলোয়াড়দের নাম। গত আসরের ৩২ দলের কোচ ও ৫৫টি দেশের সাংবাদিকদের ভোটে ঠিক করা হয়েছে সংক্ষিপ্ত খেলোয়াড়দের তালিকা।