টেলরের ব্যাটে কিউইদের লড়াই

প্রকাশ | ১৫ আগস্ট ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
গল টেস্টে শ্রীলংকার বিপক্ষে রস টেলরের ব্যাটে আশা দেখছে সফরকারী নিউজিল্যান্ড -ওয়েবসাইট
গল টেস্টের প্রথমদিন দারুণ জমেছে ব্যাটে-বলের লড়াই। আকিলা দনাঞ্জয়ার স্পিন সারাটা দিন পরীক্ষায় রেখেছিল নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের। তবে লংকানদের স্পিন আক্রমণ সামলে সফরকারীদের ভালো একটা সংগ্রহ গড়ার আশা বাঁচিয়ে রেখেছেন রস টেলর। বৃষ্টির বাধায় প্রথম টেস্টের প্রথমদিন ২২ ওভার কম খেলা হয়েছে। বুধবার চা-বিরতির খানিক পর তুমুল বৃষ্টি শুরু হলে আগেভাগেই দিনের খেলার সমাপ্তি টানেন দুই আম্পায়ার। টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২০৩ রান করেছে নিউজিল্যান্ড। টেলর ৮৬ ও মিচেল স্যান্টনার ৮ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছেন। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ওপেনার জিত রাভাল ও টম ল্যাথামের সাবধানী ব্যাটিংয়ে শুরুটা ভালো করে নিউজিল্যান্ড। টম লাথামকে কট বিহাইন্ড করে ৬৪ রানের উদ্বোধনী জুটি ভাঙেন দনাঞ্জয়া। সেই ওভারেই শূন্য রানে বিদায় করেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে। খানিক পর ধনাঞ্জয়ার বলে স্স্নিপে ক্যাচ দিয়ে ফিরেন রাভাল। প্রথম সেশনের শেষ দিকে ৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া নিউ জিল্যান্ডকে টানেন টেইলর ও হেনরি নিকোলস। স্বাগতিকদের স্পিন আক্রমণ সামাল দিয়ে দুই ব্যাটসম্যান গড়েন শতরানের জুটি। দুই চারে ৪২ রান করা নিকোলসকে এলবিডবিস্নউ করে ১০০ রানের জুটি ভাঙেন ধনাঞ্জয়া। পরের ওভারে বিজে ওয়াটলিংকে এলবিডবিস্নউ করে ক্যারিয়ারে চতুর্থবারের মতো পাঁচ উইকেট নেন এই অফ স্পিনার। এই উইকেট হারিয়ে দ্বিতীয় সেশন শেষ করে কিউইরা। এরপর আর কোনো ক্ষতি হতে দেননি টেলর ও স্যান্টনার। স্পিনাররা যথেষ্ট সহায়তা পাচ্ছে এমন উইকেটে কেমন ব্যাটিং করা উচিত এর উদাহরণ হয়ে থাকল টেলরের এই ইনিংস। মাটি কামড়ে পার করে দিয়েছেন কঠিন সময়। নেননি বাড়তি কোনো ঝুঁকি। নিজের জোনে বল পেলেই কেবল হাঁকিয়েছেন বাউন্ডারি। টেলরের দৃঢ়তায় বেঁচে আছে নিউজিল্যান্ডের ভালো একটা সংগ্রহের আশা। ৮৬ বলে হাফসেঞ্চুরি করা টেলর অপরাজিত ছিলেন ৭০ রানে। বৃষ্টি বাধা দেয়ার আগে মিচেল স্যান্টনারের সঙ্গে তার অপরাজিত জুটি ছিল ২৪ রানের। ১৩১ বলে ৬ চারে ৮৬ রানে খেলছিলেন টেলর। ৮ রানে টিকে ছিলেন স্যান্টনার। ৫৭ রানে ৫ উইকেট নিয়ে শ্রীলংকার সেরা বোলার ধনাঞ্জয়া। সংক্ষিপ্ত স্কোর নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৬৮ ওভারে ২০৩/৫ (রাভাল ৩৩, ল্যাথাম ৩০, উইলিয়ামসন ০, রস টেলর ৮৬*, নিকোলস ৪২, ওয়াটলিং ১, স্যান্টনার ৮*; লাকমল ১০-৫-১৪-০, কুমারা ১০-১-৩৭-০, ধনাঞ্জয়া ২২-২-৫৭-৫, ডি সিলভা ৬-০-২০-০, এম্বুলদেনিয়া ২০-১-৭৩-০)।