চোটে ছিটকে গেলেন সেরেনা

প্রকাশ | ১৫ আগস্ট ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
সেরেনা উইলিয়ামস
সিনসিনাটি মাস্টার্সে জয়ের ধারা ধরে রেখেছেন রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ। তারা তৃতীয় রাউন্ডে পৌঁছালেও পিঠের চোটের কারণে এই টুর্নামেন্টের মাঝপথ থেকে ছিটকে পড়েছেন সেরেনা উইলিয়ামস। পিঠের চোটে বেশ আগে থেকেই ভুগছেন সেরেনা। তারপরও এই টেনিস তারকা আশা করেছিলেন সিনসিনাটিতে স্বস্তিতে খেলবেন। কিন্তু মাত্র ৪ গেম পর্যন্ত টিকে থাকতে পেরেছিলেন। এরপর তাকে নিতে হয় অবসর। টরেন্টোতে এই পিঠের চোট ছিটকে দিয়েছে সেরেনা উইলিয়ামসকে। প্রত্যাশায় ছিলেন হয়তো সিনসিনাটিতে স্বস্তিতে খেলতে পারবেন য়ুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা। যদিও মাত্র ৪ গেম পর্যন্ত টিকে থাকতে পেরেছিলেন তিনি। এরপর তাকে নিতে হয় অবসর। ২৩টি গ্র্যান্ড স্স্নাম জেতা সেরেনা জানিয়েছেন, এখনো পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি। যা তাকে সংশয়জনক পরিস্থিতিতে ফেলে দিয়েছে ইউএস ওপেনের অংশগ্রহণে। অপর দিকে উইম্বলডনে সবশেষ মুখোমুখি হওয়া ফেদেরার ও জোকোভিচের শুরুটা হয়েছে প্রত্যাশিত জয়ে। তৃতীয় বাছাই ফেদেরার আর্জেন্টিনার হুয়ান ইগনাসিওকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে নিশ্চিত করেছেন তৃতীয় রাউন্ড। ফেদেরারের খেলার সময় অবশ্য বৃষ্টি হানা দিয়ে ম্যাচ থামিয়ে রেখেছিল এক ঘণ্টার মতো। দ্বিতীয় সেটে ২-২ গেমে বিরাজমান অবস্থায় বৃষ্টি নামলেও বিরতির পর জয় নিয়ে মাঠ ছাড়তে পেরে ভীষণ আনন্দিত তিনি, 'সত্যিই খুব ভালো লাগছে। এমনকি বৃষ্টিতে বিলম্ব হওয়ার পরেও।' অপরদিকে বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচ অবশ্য প্রতিরোধের মুখোমুখি হয়েছিলেন। স্যাম কুয়েরিকে হারিয়েছেন ৭-৫, ৬-১ গেমে। প্রতিরোধের মুখোমুখি হয়ে জয়ে শেষ করতে পেরে বেশ তৃপ্ত দেখা গেলো তাকে, 'ম্যাচের শেষটা ভালো করলেও শুরুটা আমার নড়বড়ে ছিল। স্যামকে বরং বেশি স্বস্তিতে দেখা যাচ্ছিল। তবে পরের রাউন্ডে আরও ভালো কিছু আশা করছি।'