টাইগারদের সামনে কঠিন পথ

প্রকাশ | ১৬ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া প্রতিবেদক ২০১৯ বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই ভাবনায় এখন ২০২৩ বিশ্বকাপ। মেগা আসরটি চার বছর পর হলেও এরইমধ্যে শুরু হয়ে গেছে এর 'বাছাইপর্ব'। কেননা ১০ দলের এ বিশ্বকাপে থাকছে নার্ যাংকিংয়ের কোনো বিষয়। তাইতো ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলতে হলে আরও কঠিন পথ পাড়ি দিতে হবে বাংলাদেশকে। গত বিশ্বকাপে স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গী হয়েছিল একটি নির্দিষ্ট সময়ের্ যাংকিংয়ে শীর্ষে থাকা অন্য সাতটি দল। কিন্তু এবার আরর্ যাংকিং নেই। তাইতো ২০২৩ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে হলে কী করতে হবে, সেটাও জেনে নেয়া দরকার। বুধবার স্কটল্যান্ডের এবারডিনে শুরু হয়েছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ (সিডবিস্নউসি) লিগ টু'র প্রথম সিরিজ। এর মাধ্যমেই শুরু হয়ে গেল ২০২৩ বিশ্বকাপের পদযাত্রা। আগামী বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্ব হিসেবেই কাজ করবে সিডবিস্নউসি লিগ টু। শুধু লিগ টু-ই নয়, আগামী বছর থেকে শুরু হতে যাওয়া সিডবিস্নউসি ওডিআই সুপার লিগ এবং সিডবিস্নউসি চ্যালেঞ্জ কাপও কাজ করবে বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্ব হিসেবে। এই তিন টুর্নামেন্টে খেলছে ভারতসহ ৩২টি দল। তাই ২০২৩ বিশ্বকাপে ভারতের সঙ্গী হওয়ার স্বপ্ন দেখতেই পারে অন্য ৩১টি দল। কেননা এ বিশ্বকাপে সরাসরি সুযোগ পাবে শুধু স্বাগতিক ভারত। ১০ দলের বিশ্বকাপে বাকি ৯ দল বেছে নেয়ার কাজ করবে সিডবিস্নউসির এই তিন টুর্নামেন্ট। আগামী বছরের ১ মে শুরু হতে যাওয়া ১৩ দলের ওডিআই সুপার লিগই ভূমিকা রাখবে বাছাইপর্ব হিসেবে। টেস্ট খেলুড়ে ১২টি দলের বাইরে ত্রয়োদশ দলটি নেদারল্যান্ড। প্রায় দুই বছরব্যাপী ওই লিগের পয়েন্ট তালিকায় থাকা ভারত ছাড়া অন্য সাতটি শীর্ষ দল সরাসরি চলে যাবে ২০২৩ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। তালিকার নিচের পাঁচ দলকে খেলতে হবে আরেকটি বাছাইপর্ব। বাংলাদেশ যদি সেরা আটে না থাকতে পারে তবে খেলতে এই বাছাইপর্ব।