টি২০ বিশ্বকাপ বাছাই

ফাইনাল খেলার লক্ষ্যে ঢাকা ছাড়লেন টাইগ্রেসরা

এখানে আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। আমি আশাবাদী আমরা ফাইনাল খেলব। দলগঠনও ভালো হয়েছে। রুমানা না থাকলেও বাকিরা আমরা যারা আছি তারা ভালো করার চেষ্টা করব -সালমা খাতুন

প্রকাশ | ১৬ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া প্রতিবেদক ২০২০ নারী টি২০ বিশ্বকাপে খেলতে চায় বাংলাদেশের মেয়েরা। কিন্তু চাইলেই তো হবে না। বাছাই পর্বের বৈতরণী পার হতে হবে সালমা খাতুনদের। লাল-সবুজ শিবিরের মেয়েরা নিজেদের লক্ষ্যে অটল। যে করেই হোক নারী টি২০ বিশ্বকাপের মূল পর্বের টিকিট ছিনিয়ে নিতে চায় সালমা খাতুনের দল। লক্ষ্যে পৌঁছতে বৃহস্পতিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেদারল্যান্ডসের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। সেখানে দশ দিনের অনুশীলন ক্যাম্প শেষে স্কটল্যান্ডে পাড়ি জমাবেন তারা। তার আগে সেখানে ৪টি প্রস্তুতি ম্যাচ খেলবে জাহানারা-সালমারা। পরে টি২০ বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই মাঠে নামবে টাইগ্রেসরা। দেশ ছাড়ার আগে এমন আশাবাদ ব্যক্ত করেছেন অধিনায়ক সালমা খাতুন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে সফরটা স্মরণীয় করে এসেছে নারী ইমার্জিং দল। যেখানে ছিলেন জাতীয় দলের বেশ ক'জন ক্রিকেটার। আগামী ৩১ আগস্ট শুরু হতে যাচ্ছে টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব। এখানেও লক্ষ্যটা অভিন্ন। মূলমন্ত্র সফল হওয়া। বাছাইপর্বে গত আসরের চ্যাম্পিয়ন জাহানারা-সালমারা এবারও ধারাবাহিকতা ধরে রাখতে দৃঢ় প্রত্যয়ী। বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন বলেন, 'এখানে আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। আমি আশাবাদী আমরা ফাইনাল খেলব।' ইতোমধ্যে বাছাইপর্বের আগে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। তবে দলের অন্যতম সদস্য রুমানার ছিটকে পড়াটা দুর্ভাগ্যেরই বলতে হবে। তবে সমন্বিত খেলা দিয়ে প্রতিপক্ষের বিপক্ষে ভালো করতে মরিয়া টাইগ্রেস অধিনায়ক। সালমা খাতুন বলেন, 'দলগঠনও ভালো হয়েছে। রুমানা না থাকলেও বাকিরা আমরা যারা আছি তারা ভালো করার চেষ্টা করব।' অন্যদিকে অলিম্পিকের মতো বিশ্বমঞ্চে নারী ক্রিকেট যুক্ত হওয়াকে ইতিবাচকভাবে দেখছেন সালমা খাতুন। তবে সেটি নিয়ে এখনো বিস্তর ভাবনা না থাকলেও আসন্ন সিরিজগুলোতেই বেশি মনোযোগ দিতে চান তিনি। সালমা খাতুন বলেন, 'অলিম্পিক ক্রিকেটের সুপার এইটে যাতে আমরা থাকতে পারি সে লক্ষ্য নিয়ে খেলব। স্কটল্যান্ডে ৩১ আগস্ট মাঠে গড়াচ্ছে টুর্নামেন্টের বাছাইপর্ব। চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। লিগ-কাম-নকআউট টুর্নামেন্ট থেকে সেরা দুটি দল পাবে ২০২০ সালে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া নারী টি২০ আসরের টিকিট। বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ মাঠে নামছে প্রথমদিন। ৩১ আগস্ট ডান্ডিতে তাদের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। একইদিন নামিবিয়ার বিপক্ষে খেলবে রানার্সআপ আয়ারল্যান্ড। প্রথম দিন থাকছে আরও দুটি ম্যাচ। স্বাগতিক স্কটল্যান্ডের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। থাইল্যান্ড খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। প্রথমদিন আট দলের চারটি ম্যাচ হবে দুটি ভেনু্যতে- ডান্ডির ফোরফারশায়ার ক্রিকেট ক্লাব ও আরব্রোয়াথ ক্রিকেট ক্লাবে। আন্তর্জাতিক ক্রিকেটে জিম্বাবুয়ে নিষিদ্ধ হওয়ার কারণে আফ্রিকান অঞ্চলের বাছাই পর্বে দ্বিতীয় হয়েও খেলবে নামিবিয়া। এ ছাড়া নেদারল্যান্ডস (ইউরোপ), পাপুয়া নিউগিনি (ইস্ট এশিয়া-প্যাসিফিক), থাইল্যান্ড (এশিয়া) ও যুক্তরাষ্ট্র (আমেরিকা) নিজ নিজ অঞ্চলের বাছাই পর্বে সেরা হয়েই খেলতে যাচ্ছে এ আসরে। স্কটল্যান্ড খেলছে আয়োজক ক্যাটাগরিতে। আটটি দল দুটি গ্রম্নপে ভাগ হয়ে খেলবে। সেখান থেকে বেছে নেয়া হবে চার সেমিফাইনালিস্টকে। এখান থেকে দুটি দল খেলবে ২০২০ সালের ২১ ফেব্রম্নয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ক্যানবেরা, মেলবোর্ন, পার্থ ও সিডনিতে অনুষ্ঠেয় আইসিসি নারী টি২০ বিশ্বকাপে। এ গ্রম্নপে অধিনায়ক সালমা খাতুনের দলের প্রতিপক্ষ স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও যুক্তরাষ্ট্র। বি গ্রম্নপে লড়বে আয়ারল্যান্ড, থাইল্যান্ড, নামিবিয়া ও নেদারল্যান্ডস। বাছাই পর্ব শুরুর আগে ২৯ আগস্ট প্রতিটি দল একটি করে প্রস্তুতি ম্যাচ খেলতে পারবে। ৫ সেপ্টেম্বর হবে সেমিফাইনাল। ফোরফারশায়ার ক্রিকেট ক্লাবে ফাইনাল হবে ৭ সেপ্টেম্বর। বাংলাদেশ নারী দল সালমা খাতুন (অধিনায়ক), মুর্শিদা খাতুন হ্যাপি, জাহানারা আলম, নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, সানজিদা ইসলাম, শোভানা মোশতারি, রিতু মনি, খাদিজাতুল কুবরা, আয়শা রহমান, ফাহিমা খাতুন, শায়লা শারমিন, নিগার সুলতানা, শামীমা সুলতানা। স্ট্যান্ডবাই: সুরাইয়া আজমিম, লতা মন্ডল, শারমিন আক্তার সুপ্তা।