ওয়ানডে সিরিজও ভারতের

প্রকাশ | ১৬ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
সেঞ্চুরি করার পর ব্যাট উঁচিয়ে ধরেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি -ওয়েবসাইট
ক্রীড়া ডেস্ক আমেরিকায় অনুষ্ঠিত টি২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল ভারত। টি২০ সিরিজের পর ওয়ানডে সিরিজ তারা জিতল বেশ দাপট দেখিয়ে। বিরাট কোহলির টানা সেঞ্চুরিতে বুধবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে বৃষ্টি আইনে উইন্ডিজকে ৬ উইকেটে হারাল সফরকারী ভারত। প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। তাতে তিন ম্যাচের সিরিজ ২-০তে জিতল কোহলির দল। পোর্ট অব স্পেনে শেষ ম্যাচেও ছিল বৃষ্টির বাধা। দুই দফা খেলা বন্ধ থাকলেও শেষ পর্যন্ত ম্যাচটি পন্ড হয়নি। দুই দলের ইনিংস কমে দাঁড়ায় ৩৫ ওভার করে। প্রথমে ব্যাট করে ক্রিস গেইল ঝড়ে উইন্ডিজ ৭ উইকেটে করে ২৪০ রান। আর তাতে বৃষ্টি আইনে ভারত পায় ২৫৫ রানের লক্ষ্যমাত্রা। বিরাট কোহলির অপরাজিত সেঞ্চুরিতে ৩২.৩ ওভারে ৪ উইকেটে ২৫৬ রান তুলে ফেলে সফরকারীরা। টস জিতে আগে ব্যাট করতে নেমে এভিন লুইসের সঙ্গে গেইলের ঝড়ো ইনিংসে দারুণ শুরু করে উইন্ডিজ। ১০.৫ ওভারে তাদের ১১৫ রানের জুটি ভাঙে লুইসের বিদায়ে। ২৯ বলে ৫টি চার ও ৩টি ছয়ে ৪৩ রান করেন ক্যারিবিয়ান ওপেনার। পরের ওভারে গেইল ফিরে গেলে রানের গতি কমে যায়। এই বিধ্বংসী ব্যাটসম্যান ৪১ বলে ৮ চার ও ৫ ছয়ে ইনিংস সেরা ৭২ রান করেন। এরপর শাই হোপ (২৪), শিমরন হেটমায়ার (২৫) ও নিকোলাস পুরান (৩০) স্কোরবোর্ডে রান জমায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ভারতের পক্ষে খলিল আহমেদ সর্বোচ্চ ৩টি এবং ২টি উইকেট পান মোহাম্মদ সামি। পরে লক্ষ্যে নেমে ১৩তম ওভার শেষ হওয়ার আগেই ৯২ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল ভারত। রোহিত শর্মা (১০), শিখর ধাওয়ান (৩৬) ও ঋষভ পান্ত (০) ফিরে যাওয়ার পর কোহলির সঙ্গে শ্রেয়াস আইয়ারের দুর্দান্ত জুটিতে জয়ের পথে ছুটতে থাকে তারা। তাদের জুটিটি ছিল ১২০ রানের। ৪১ বলে তিনটি চার ও পাঁচটি ছয়ে ৬৫ রান করে ফিরে যান শ্রেয়াস আইয়ার। পরে কেদার যাদবের সঙ্গে ৪৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে ভারতকে জেতান কোহলি। ৯৪ বলে ১১ চারে ৪৩তম সেঞ্চুরি করা ভারতীয় অধিনায়ক অপরাজিত ছিলেন ১১৪ রানে। তার ৯৯ বলের ইনিংসে ছিল ১৪টি চার। ১৯ রানে অপরাজিত ছিলেন কেদার। উইন্ডিজের পক্ষে ফ্যাবিয়ান অ্যালেন সর্বোচ্চ ২ উইকেট নেন। ম্যাচসেরা ও সিরিজের সেরা হয়েছেন কোহলি। আগামী ২২ আগস্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। টেস্ট সিরিজের শেষ ম্যাচ হবে ৩০ আগস্ট।