শেখ কামালকে স্মরণ সালাউদ্দিনের

প্রকাশ | ১৬ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শেখ কামাল
ক্রীড়া প্রতিবেদক ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন স্মরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শেখ কামালকে স্মরণ করে বাফুফে সভাপতি বলেন, তার স্বপ্ন ছিল ফুটবলে এশিয়ায় শক্তিশালী হবে বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুরে মতিঝিলস্থ বাফুফে ভবনে জাতীয় শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে দুস্থদের মাঝে খাবার বিতরণের পর বাফুফে সভাপতি বলেন, 'প্রথমেই আমি বলব বঙ্গবন্ধুর কথা। এই দিনে জাতির পিতাকে হত্যা করা হয়েছে। আজকের এই দিনটা বাঙালি এবং বাংলাদেশের সবচেয়ে কালো দিন। আমি মনে করি, পৃথিবী যতদিন থাকবে বাঙালি এবং বাংলাদেশের মানুষের জন্য এর চেয়ে বড় কালো দিন আর আসবে না। এটা অত্যন্ত দুঃখজনক যে, এই দিনটা আমাদের জীবনে এসেছে। আমাদের যে কতটা ক্ষতি হয়েছে তা বর্ণনা করে বোঝানো যাবে না।' শেখ কামালকে হারানো ক্রীড়াঙ্গনের জন্য বিশাল ক্ষতি উলেস্নখ করে কাজী মো. সালাউদ্দিন বলেন, 'কামালকে হারিয়ে দেশের ক্রীড়া অঙ্গনের বিরাট ক্ষতি হয়েছে। কামাল সবকিছু দেখতেন গভীরভাবে, সে আমাদের সব কিছু বুঝত। আমাদের প্রচুর সময়ও দিত। সব কিছু জানত বলে কোনো সমস্যা হলে দ্রম্নত সমাধানও দিতে পারত। এখন এটা তো সম্ভব না যে, রোজ রোজ প্রধানমন্ত্রীর কাছে যাওয়া এবং সবকিছু বলা। কামাল ছিল প্র্যাকটিক্যাল। ওর বয়স যখন ২৩/২৪ বছর, তখন আবাহনীর মতো একটা ক্লাব গড়ে গেছে। আবাহনী এখন বাংলাদেশের একটা ইনস্টিটিউট। সুতরাং ওখানেই বোঝা যায় কামালের ভিশনটা কোথায় ছিল।' এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার বিসিবি প্রাঙ্গণে আলোচনা-মিলাদ শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ ছাড়াও বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ছাড়াও উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীরা। শোকসভায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন শেষে তার রুহের মাগফিরাত চেয়ে মোনাজাত করা হয়।