শূন্য থেকে নায়ক আদ্রিয়ান

প্রকাশ | ১৬ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া ডেস্ক মাত্র ১০ দিন আগে ফ্রি ট্রান্সফারে আদ্রিয়ান লিভারপুলে যোগ দিয়েছেন। ইনজুরিতে নিয়মিত গোলরক্ষক আলিসন ছিটকে যাওয়ায় বড্ড তাড়াতাড়ি অভিষেক হয়েছে তার। আর শুরুতেই বাজিমাত করে দিলেন স্প্যানিশ গোলরক্ষক। মাত্র কয়েক দিনের প্রস্তুতিতে তার বীরত্বপূর্ণ পারফরম্যান্সে লিভারপুল জিতলো উয়েফা সুপার কাপ। স্প্যানিশ এই গোলরক্ষকই এখন লিভারপুলের 'নায়ক'। ইংলিশ প্রিমিয়ার লিগে নওরিচ সিটির বিপক্ষে মৌসুমে লিভারপুলের প্রথম ম্যাচে পায়ের মাংসপেশিতে চোট পেয়ে প্রথম পছন্দের গোলরক্ষক আলিসন মাঠ ছাড়লে বদলি হিসেবে নামেন আদ্রিয়ান। আলিসন সেরে না ওঠায় চেলসির বিপক্ষে উয়েফা সুপার কাপে শুরুর একাদশে জায়গা পেয়ে টাইব্রেকারে ট্যামি আব্রাহামের শেষ শটটি ফিরিয়ে দলকে জেতান অভিজ্ঞ এই গোলরক্ষক। এই পারফরম্যান্সের প্রশংসা করেছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ, 'কী একটা গল্প। সে নিজেকে শান্ত রাখল। আমি মনে করি না যে সে তার জীবনে অনেক বেশি জিতেছে। তাই এটা জেতা তার জন্য ভালো। সে অবিশ্বাস্য কিছু সেভ করল, দুই দলের গোলরক্ষকই করল, তাই আমি তাকে নিয়ে খুব খুশি।'