গল টেস্ট

স্বস্তিতে নেই শ্রীলংকাও

প্রকাশ | ১৬ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
গলেতে নিউজিল্যান্ডের চার উইকেট নেয়ার পর ব্যাট হাতেও ২৮* রানে অপরাজিত থাকেন সুরঙ্গা লাকমাল -ওয়েবসাইট
ক্রীড়া ডেস্ক বৃষ্টির কারণে প্রথমদিন খেলা হয়েছে ২২ ওভার কম। না হয়, গল টেস্টের প্রথম দিনই ব্যাট করতে নামতে পারত স্বাগতিক শ্রীলংকা। কিন্তু দ্বিতীয় দিন খুব বেশি অপেক্ষা করতে হয়নি তাদেরকে। দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে মাত্র ১৫.২ ওভার খেলতে পারল নিউজিল্যান্ড। তাতেই অলআউট তারা ২৪৯ রানে। আগেরদিন আকিলা ধনাঞ্জয়ার ঘূর্ণিতে হাঁসফাঁস করছিল নিউজিল্যান্ড। লংকান স্পিনার পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন। গল টেস্টের দ্বিতীয় দিনে সেটির জবাব আরেক স্পিনারেই দিল নিউজিল্যান্ড। শ্রীলংকাকে অস্বস্তিতে ফেলে দিয়ে ৫ উইকেট নিয়েছেন সফরকারী স্পিনার এজাজ প্যাটেলও। শ্রীলংকা সফরে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ২৪৯ রানে গুটিয়ে গেছে নিউজিল্যান্ড। আগের দিন বৃষ্টির কারণে ২২ ওভার থাকতেই খেলার ইতি টেনেছিলেন আম্পায়াররা। নতুন দিনে আর মাত্র ১৫ ওভার টিকতে পেরেছে কিউইরা। ৫ উইকেটে ২০৩ রানে দিন শুরু করে যোগ করতে পেরেছে আর ৪৬ রান। বৃহস্পতিবার পরে নিজেদের প্রথম ইনিংসে ভালো শুরুর পরও ২২৭ রান তুলতে ৭ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা। এখনো পিছিয়ে আছে ২২ রানে। আজ তৃতীয় দিনে নিরোশান ডিকেভেলা ৩৯ ও সুরঙ্গা লাকমাল ২৮ রানে লিডের লড়াইয়ে নামবেন। এর আগে ২০৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করার পর শুরুতেই সুরঙ্গা লাকমালের শিকারে পরিণত হন নিউজিল্যান্ডের স্বপ্ন বহন করে চলা রস টেলর। দিনের দ্বিতীয় ওভারেই লাকমালের বলে ব্যাটের কানায় লাগিয়ে উইকেটের পেছনে নিরোশান ডিকভেলার হাতে ক্যাচ দিতে বাধ্য হন আগের দিন ৮৬ রানে ব্যাট করতে থাকা এই ব্যাটসম্যান। দ্বিতীয় দিন কোনো রানই যোগ করতে পারেননি টেলর। আউট হয়ে গেলেন সেই ৮৬ রানেই। রস টেলর ফিরে যেতেই ধস নামে নিউজিল্যান্ড ইনিংসের। ২০৫ থেকে ২৪৯, মাঝে ৪৪ রানের ব্যবধানে তারা হারাল বাকি ৫ উইকেট। মিচেল সান্টনার ১৩ এবং ট্রেন্ট বোল্ট করেন ১৮ রান। ১৪ রান করে রানআউট হন টিম সাউদি। দ্বিতীয় দিন আতঙ্কে পরিণত হন সুরাঙ্গা লাকমাল। তিনি একাই নেন ৪ উইকেট। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিপদে পড়ে স্বাগতিক শ্রীলংকাও। ১৬১ রানেই ৭ উইকেট হারিয়ে বসেছে লংকানরা। কুশল মেন্ডিস আর অ্যাঞ্জেলো ম্যাথুস জোড়া হাফ সেঞ্চুরি করার পরও দারুণ বিপদে তারা। ওপেনার লাহিরু থিরিমানে ১০ রানে আউট হয়ে যান। ৩৯ রান করে ফিরে যান দিমুথ করুনারত্নে। কুশল মেন্ডিস করেন ৫৩ রান। ম্যাথুস আউট হন ৫০ রান করে। এরপরের ব্যাটসম্যানরা আর দাঁড়াতেই পারেননি।