উয়েফার বর্ষসেরার দৌড়ে মেসি-রোনালদো

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ইউরোপের গত মৌসুমের সেরা ফুটবলারের জন্য বৃহস্পতিবার তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে উয়েফা। যেখানে জায়গা পেয়েছেন ভার্জিল ভন ডাইক, লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০১১ সালে উয়েফার এ পুরস্কার চালুর পর থেকে প্রতিবারই তিনজনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়ে আসছেন রোনালদো। অন্যদিকে প্রথমবারের মতো এই তালিকায় জায়গা করে নিয়েছেন লিভারপুলের ডাচ ডিফেন্ডার ভন ডাইক। ২০১১ সালে এই অ্যাওয়ার্ড চালুর পর থেকে প্রত্যেকবার সংক্ষিপ্ত তিনজনের মধ্যে ছিলেন রোনালদো। তিনবার এই পুরস্কার জিতেছেন পর্তুগিজ যুবরাজ। যদিও পাঁচবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রোনালদো জুভেন্টাসের জার্সিতে অভিষেক মৌসুমে জ্বলে উঠতে পারেননি। ইতালিয়ান দলটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে হেরে যায় আয়াক্স আমস্টারডামের কাছে। অবশ্য জুভদের টানা অষ্টম সিরি'আ জেতাতে ২১ গোল করেন রোনালদো। একই সঙ্গে পর্তুগিজ যুবরাজ হন ইতালিয়ান লিগের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়। গত মৌসুমে তিনজনের সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়েন মেসি। তৃতীয়বার অ্যাওয়ার্ড জয়ের হাতছানি তার সামনে। লা লিগা (৩৬) ও চ্যাম্পিয়ন্স লিগের (১২) সর্বোচ্চ গোলদাতাও তিনি। অবশ্য চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে প্রথম লেগ জিতলেও দ্বিতীয় লেগে লিভারপুলের কাছে হেরে ছিটকে যায় বার্সা। লিভারপুলের ষষ্ঠ ইউরোপিয়ান কাপ জয়ে দারুণ ভূমিকা রাখা ফন ডাইক প্রথমবার সেরা তিনে জায়গা পেলেন। গত মৌসুমে প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় হন এই ডাচ ডিফেন্ডার। খেলোয়াড়দের ভোটেও হন লিগের বর্ষসেরা। আগামী ২৯ আগস্ট মোনাকোয় চ্যাম্পিয়ন্স লিগ গ্রম্নপ পর্বের ড্র অনুষ্ঠানে পুরস্কারটি দেয়া হবে। এই তিনজনকে বাছাই করা হয়েছে গত চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেয়া দলগুলোর কোচ ও উয়েফার ৫৫ সদস্য অ্যাসোসিয়েশনের সাংবাদিকদের ভোটে।