ভারতীয় ক্রিকেটারের আত্মহত্যা!

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ভিবি চন্দ্রশেখর
তামিলনাড়ু ও ভারতের সাবেক ব্যাটসম্যান ভিবি চন্দ্রশেখর বৃহস্পতিবার মারা গেছেন। তার এই মৃতু্যতে তৈরি হয়েছে রহস্য। শুক্রবার পুলিশ জানায়, ঋণের বোঝা মাথায় নিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন সাবেক এই ওপেনার। নব্বইর দশকে ভারতের হয়ে সাতটি ওয়ানডে খেলেছিলেন। অতো নামডাক কুড়াতে পারেননি। ভিবি চন্দ্রশেখরকে বরং মানুষ চিনত প্রথম শ্রেণির ক্রিকেটে কৃষ্ণমাচারি শ্রীকান্তের সঙ্গী হিসেবে। চন্দ্রশেখর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন, শুরুতে এমনটা জানা গেলেও পুলিশ বললো অন্য কথা। এক সিনিয়র কর্মকর্তা জানান, অনেক দেনা থাকায় বৃহস্পতিবার চেন্নাইয়ের মাইলাপুরে নিজের বাসায় আত্মহত্যা করেন তিনি। দ্বিতীয় তলায় নিজ বেডরুমের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তার মৃতদেহ। ময়নাতদন্তের জন্য তার লাশ রয়াপেত্তাহ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর সেনথিল মুরুগান বলেছেন, ৫৭ বছর বয়সী চন্দ্রশেখর কোনো সুইসাইড নোট লিখে যাননি, 'চন্দ্রশেখরের স্ত্রী পুলিশকে জানান, তিনি তার রুমের দরজায় অনেকবার কড়া নাড়ার পরও কোনও সাড়া পাওয়া যায়নি। কিছুক্ষণ পরই জানালা দিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পান।' স্ত্রী সৌম্যর কাছ থেকে পুলিশ আরও জানতে পেরেছে, পরিবারের সঙ্গে চা খেয়ে সন্ধ্যা পৌনে ৬টার দিকে রুমে চলে যান চন্দ্রশেখর। মুরুগান বলেছেন, 'তিনি (স্ত্রী) আমাদের জানিয়েছেন ক্রিকেট ব্যবসায় অনেক দেনা থাকায় বিষণ্নতায় ভুগছিলেন ভিবি।' চন্দ্রশেখর তামিলনাড়ু প্রিমিয়ার লিগের দল ভিবি কাঞ্চি বীরান্সের মালিক, এছাড়া ভেলাচেরিতে ভিবিস নেস্ট নামে একটি ক্রিকেট অ্যাকাডেমিও চালাতেন। তামিলনাড়ুর সাবেক এই ডানহাতি ব্যাটসম্যান তার ৫৮তম জন্মদিনের ঠিক ৬ দিন আগে না ফেরার দেশে চলে গেলেন। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ছিল তার পরিবার। চন্দ্রশেখর ১৯৮৮ সালে তামিলনাড়ুকে দ্বিতীয় রঞ্জি ট্রফি জেতাতে অসামান্য অবদান রাখেন। ওই বছর তাতেই জায়গা হয় জাতীয় দলে। ১৯৯০ সাল পর্যন্ত খেলেছেন মাত্র ৭টি ওয়ানডে, সব মিলিয়ে করেন ৮৮ রান। ইন্দোরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৩ রানের জয়ে ৭৭ বলে তার ৫৩ রানের ইনিংস ছিল স্মরণীয়। ৮১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৪৯৯৯ রান করেন চন্দ্রশেখর, খেলেন ২৩৭ রানের সেরা ইনিংস। তার মৃতু্যতে শোক জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড, 'অত্যন্ত শোকসন্তপ্ত হৃদয়ে বিসিসিআই জানাচ্ছে, সাবেক ভারতীয় ওপেনার ভিবি চন্দ্রশেখর আর নেই। তার পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি রইল আমাদের আন্তরিক সমবেদনা।'