আলীম দারের রেকর্ড

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
২০০৩ সালের অক্টোবরে বাংলাদেশ ও ইংল্যান্ডের টেস্ট দিয়ে অভিষেক হয়েছিল আম্পায়ার আলীম দারের। পাকিস্তানের এ আম্পায়ার বৃহস্পতিবার দাঁড়ালেন নিজের ১২৮তম টেস্টে। লর্ডসে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার টেস্টে অনফিল্ডে দায়িত্ব পালন করছেন তিনি। আর তাতে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ম্যাচে আম্পায়ারিংয়ের রেকর্ড গড়েছেন ৫১ বছর বয়সি পাকিস্তানি এই আম্পায়ার। আলীম দার ছুঁয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্টিভ বাকনারকে। অবসরের আগে বাকনার ১২৮ টেস্টে আম্পায়ারিং করেছিলেন। নিশ্চিতভাবেই বলা যায়, শিগগিরি বাকনারকে ছাড়িয়ে নতুন উচ্চতায় যাবেন পাকিস্তানের এই আম্পায়ার। আইসিসিকে আলীম দার বলেছেন, 'আমার রোল মডেল স্টিভ বাকনারকে ছুঁতে পেরে আমি গর্ববোধ করছি।'