কেমন কোচ পেলেন টাইগাররা?

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
রাসেল ডমিঙ্গো
ভারতের কোচ নিয়োগের জন্যই অপেক্ষায় ছিল বাংলাদেশ। শুক্রবার রবি শাস্ত্রীকে আবারও কোচের দায়িত্ব দিয়েছে ভারত। তাদের পছন্দে নিউজিল্যান্ডের মাইক হেসন ছিলেন দ্বিতীয় অবস্থানে। হেসন বাংলাদেশের কোচ হতেও চেয়েছিলেন। বিসিবিও তাকে রেখেছিল পছন্দের তালিকায়। শেষ পর্যন্ত বাংলাদেশ-ভারত কোনো জায়গাতেই ঠাঁই হলো না মাইক হেসনের। দক্ষিণ আফ্রিকা দলের সাবেক কোচ রাসেল ডমিঙ্গোকে বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ নিয়োগ করেছে বিসিবি। শনিবার দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন টাইগারদের কোচ নির্বাচনের কথা জানান। ৪৪ বছর বয়সি এ প্রোটিয়া আগামী দুই বছর সাকিব-তামিমদের কোচিং করাবেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন শনিবার দুপুরে রাসেল ডমিঙ্গোকে টাইগারদের কোচ নির্বাচনের কথা জানান। তিনি ২১ আগস্ট নতুন দায়িত্বে যোগ দেবেন। টাইগারদের কোচ নিয়োগ প্রক্রিয়ায় মিকি আর্থার, গ্র্যান্ট ফ্লাওয়ার, মাহেলা জয়াবর্ধনের সঙ্গে টেলিকনফারেন্সে কথা হয়েছিল বিসিবির। সাবেক কোচ হাথুরুসিংহের কথাও শোনা গিয়েছিল। কিন্তু কেউই ঢাকায় আসেননি। শেষ পর্যন্ত সামনে থেকে ইন্টারভিউ দেয়া ডমিঙ্গোকেই পছন্দ করল বিসিবি। রাসেল ডমিঙ্গোর আন্তর্জাতিক ক্যারিয়ার কী? খুঁজতে গেলে আপনি কিছুই পাবেন না। কারণ আন্তর্জাতিক ক্রিকেটই খেলেননি তিনি। অনেক ফুটবলে কোচ হোসে মরিনহোর মতো, যিনি নিজে ফুটবলার ছিলেন না। কিন্তু হয়েছেন বড় মাপের কোচ। তবে রাসেল ডমিঙ্গো যে একেবারে ক্রিকেটার ছিলেন না তা নয়। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলার অভিজ্ঞতা নেই। উপমহাদেশের কোনো দলকেও কোচিং করাননি আগে। দক্ষিণ আফ্রিকার বাইরেও কোনো দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নেই। এমন একজন কোচ রাসেল ডমিঙ্গোই আগামী দুই বছর সাকিব-তামিমদের কোচিং করাবেন। প্রশ্ন জাগছে, কেমন কোচ পেলেন টাইগাররা? রাসেল ডমিঙ্গোর সবচেয়ে বড় পরিচয়, তিনি দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সাবেক কোচ ছিলেন। প্রোটিয়াদের সাবেক কোচ- এ পরিচয়েই এখন হাই প্রোফাইল কোচে পরিণত হয়েছেন ডমিঙ্গো। আগামী মাসে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে নামতে যাচ্ছে বাংলাদেশ। সঙ্গে জিম্বাবুয়েকে নিয়ে আছে ত্রিদেশীয় টি২০ সিরিজও। তার আগেই জাতীয় দলের নতুন হেড কোচ পেল দল। ডমিঙ্গোর মিশন তাই শুরু হতে দেরি নেই! মূলত বেশি সময় ধরে বাংলাদেশ দলের সঙ্গে থাকতে পারবেন এই বিবেচনায় ডমিঙ্গোকে বেছে নিয়েছে বিসিবি। সাক্ষাৎকার পর্বেই ডমিঙ্গো জানিয়ে দেন- তার কোনো ছুটিছাঁটা লাগবে না। বাংলাদেশের সঙ্গে শুধু সিরিজ চলাকালে নয়, বাকি সময়টুকুও কাটাতে তার কোনো সমস্যা নেই। রাসেল ডমিঙ্গোকে কোচ হিসেবে নিয়োগ দিতে পেরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বেশ সন্তুষ্ট, 'খুব অভিজ্ঞ একজন কোচ পেয়েছি আমরা। তার ক্রিকেট কোচিংয়ের দর্শন এবং ভালোবাসা দেখে আমরা মুগ্ধ। বাংলাদেশের মতো একটা দলকে সামনে টেনে নিয়ে যেতে হলে সত্যিকার অর্থেই কীসের প্রয়োজন সেই সম্পর্কে তার ধারণাটা বেশ পরিষ্কার।' প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে নতুন মিশন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫ সেপ্টেম্বরে এই টেস্ট ম্যাচ শুরু হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। বাংলাদেশ দলের দায়িত্ব পেয়ে দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডমিঙ্গোও ভীষণ খুশি, 'বাংলাদেশ জাতীয় দলের কোচ হতে পারাটা আমার জন্য অনেক বড় একটা সম্মানের বিষয়। আমি ক্রিকেটে বাংলাদেশের অগ্রগতি বেশ ভালোভাবে লক্ষ্য করে আসছি। এই দলকে তাদের লক্ষ্য অর্জনের পথে সহায়তা করতে আমি খুবই আগ্রহী। লক্ষ্য পূরণের সমস্ত যোগ্যতা আছে বাংলাদেশ ক্রিকেট দলের।' বাংলাদেশের কোচ হিসেবে বের করে আনতে চান তরুণ তারকা, 'দলের এখনকার ক্রিকেটারদের উন্নতির ধারাবাহিকতা ধরে রাখতে সহায়তা করতে চাই আমি। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটের প্রতিভার ভান্ডার থেকে নতুন উজ্জ্বল তারকাদের উন্নতির পথে এগিয়ে নিতে চাই।'