হারে শুরু মেসিহীন বার্সেলোনার

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
লা লিগায় শুক্রবার অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হারের পর হতাশা নিয়ে মাঠ ছাড়ছেন বার্সেলোনার খেলোয়াড়রা -ওয়েবসাইট
চোটের কারণে খেলতে পারলেন না নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি। দলের সেরা খেলোয়াড়কে ছাড়া চেনা ছন্দে দেখা গেল না বার্সেলোনাকে। লা লিগায় মৌসুমের প্রথম ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। শুক্রবার রাতে বিলবাওয়ের মাঠে ১-০ গোলে হার মেনেছে আর্নেস্তো ভালভার্দের দল। এদিকে বুন্দেসলিগায় টানা আটটি লিগ শিরোপার লক্ষ্যে মৌসুম শুরু করা বায়ার্ন মিউনিখ প্রথম ম্যাচেই পয়েন্ট হারিয়েছে। নিজেদের মাঠে হার্থা বার্লিনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে নিকো কোভাচের দল। লা লিগায় উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমেছিল বার্সেলোনা। প্রাণভোমরা মেসি না থাকলেও নতুন খেলোয়াড়দের নিয়ে জয়ের প্রত্যাশায় ছিল বার্সা। কিন্তু হয়েছে তার উল্টো। অ্যাথলেটিক বিলবাওর কাছে ১-০ গোলে হেরেছে কাতালানরা। মেসির অনুপস্থিতিতে প্রাক মৌসুম প্রস্তুতির প্রেরণাকেও কাজে লাগাতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। প্রায় দুই অর্ধে গোলবঞ্চিত থাকার পর শেষদিকে রক্ষণের ভুলে দুর্দান্ত এক গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বিলবাও। ৮৯ মিনিটে গোলটি করেন বদলি আদুরিজ। মেসির সঙ্গে দলে ছিলেন না কুতিনহো। ধারে বায়ার্নে যাচ্ছেন এমন খবর তার আগেই চড়াও হয়েছিল সবখানে। সঙ্গে নতুন সাইনিং আঁতোয়ান গ্রিজম্যানের পূর্ণ অভিষেকটিও হয়ে থাকল নিষ্ফলা। তার ওপর বার্সাকে চাপে ফেলে দেয় প্রথমার্ধের আগে লুইস সুয়ারেজের চোট। চোটের আগে অবশ্য সুয়ারেজ ও রাফিনহা গোলের চেষ্টা করলেও তা প্রতিহত হয়েছে বারে। এর বাইরে তেমন একটা আলো ছড়াতে পারেনি কাতালানরা। তার বদলে আলো ছড়ালেন ইতোমধ্যে অবসরের ঘোষণা দেয়া সাবেক স্প্যানিশ ফরোয়ার্ড আদুরিজ। বিলবাওয়ের স্টেডিয়ামে তখন শুধুই বিজয় উলস্নাস। অবশ্য পুরো ম্যাচেই দাপটের সঙ্গে খেলেছে বিলবাও। ম্যাচের সপ্তম মিনিটে উইলিয়ামের দূরপালস্নার শট ছিল ঠিকঠাক মতোই। বল যাচ্ছিল গোলপোস্টের দিকে। কিন্তু বার্সেলোনাকে বাঁচিয়ে দেন গোলরক্ষক টের স্টেগেন। ডানদিকে ঝাঁপিয়ে বল ফিরিয়ে দেন তিনি। আক্রমণের ধার ধরে রাখে বিলবাও। ১৫ মিনিটে উইলিয়ামের আরেকটি শট ঠেকিয়ে দেন এই স্প্যানিশ গোলরক্ষক।