জয়ের সুবাস পাচ্ছে শ্রীলংকা

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
গল টেস্টের চতুর্থ দিনে জয়ের লক্ষ্যে ব্যাট করছেন শ্রীলংকার দুই অপরাজিত ওপেনার লাহিরু থিরিমানে (৫৭*) ও দিমুথ করুণারত্নে (৭১*)। জয়ের জন্য লংকানদের প্রয়োজন আর ১৩৫ রান -ওয়েবসাইট
ধুঁকতে থাকা নিউজিল্যান্ড বিজে ওয়াটলিং ও উইলিয়াম সমারভিলের ব্যাটে লড়াই চালিয়ে যায় তৃতীয় দিন। চতুর্থ দিন মাঠে নেমে শেষ পর্যন্ত স্বাগতিক শ্রীলংকাকে লক্ষ্য দেয় ২৬৮ রানের। এরপর পুরো দুই সেশন কিউই বোলারদের অস্বস্তিতে রেখেছেন লংকান দুই ওপেনার দিমুথ করুণারত্নে ও লাহিরু থিরিমানে। ১০ উইকেট হাতে রেখে ১৩৫ রান দূরে থেকে গল টেস্টে জয় দেখছে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১৯৫ রানে চতুর্থ দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। তাদের ইনিংস গুটিয়ে যায় ২৮৫ রানে। লক্ষ্যে ছুটতে গিয়ে করুণারত্নে ও থিরিমানের হাফসেঞ্চুরিতে জয়ের পথে ছুটছে শ্রীলংকা। কোনো উইকেট না হারিয়ে ১৩৩ রান করেছে তারা। এরআগে ৬৩ রানে মাঠে নামা ওয়াটলিং বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি নতুন সকালে। তার ১৭৩ বলে ৭৭ রানের ইনিংসের ইতি টানেন লাহিরু কুমারা।