জয়ে শুরু রিয়ালের

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া ডেস্ক গতবার সব টুর্নামেন্টে খারাপ করে ভুলে যাওয়ার মতো একটি মৌসুম কাটিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে সেল্টা ভিগোকে হারিয়ে এবার স্প্যানিশ লা লিগায় শুভ সূচনা করেছে লস বস্নাঙ্কোসরা। লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে অ্যাবাঙ্কা ব্যালাদোলিদে রিয়ালকে স্বাগত জানায় সেল্টা। শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে ৩-১ গোলে জয় পেয়েছে জিনেদিন জিদানের দলটি। রিয়ালের হয়ে একটি করে গোল করেন করিম বেনজেমা, টনি ক্রস ও লুকাস ভাজকুয়েজ। প্রতিপক্ষের মাঠে লুকা মদ্রিচ লাল কার্ড দেখায় আধা ঘণ্টার বেশি সময় ১০ জন নিয়ে খেলে রিয়াল। খেলার দ্বাদশ মিনিটে বাঁ দিক থেকে ওয়েলস ফরোয়ার্ড গ্যারেথ বেলের নিচু ক্রসে বল স্পাইড করে জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড বেনজেমা।৩৫তম মিনিটে ক্রোয়াট মিডফিল্ডার মদ্রিচের আড়াআড়ি শট ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক রুবেন বস্নানকো। ৪৪তম মিনিটে ঝাঁপিয়ে ঠেকান বেলের বুলেট গতির শটও। রিয়ালের ডিফেন্ডার আলবারো অদ্রিওসোলা বল ক্লিয়ার করতে গিয়ে তালগোল পাকালে প্রথমার্ধের যোগ করা সময়ে বল জালে পাঠিয়েছিলেন ইয়াগো আসপাস। তবে ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে অফ সাইডের জন্য গোল বাতিল করেন রেফারি। দ্বিতীয়ার্ধের শুরুতে সেল্টা ফরোয়ার্ড আসপাসের শট কোনোমতে পা দিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক থিবো কর্তোয়া। ৫১তম মিনিটে ফের্নান্দেসের শট গোললাইনের সামনে দাঁড়ানো অতিথিদের ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোর গায়ে লেগে ফিরে। দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে মদ্রিচকে লাল কার্ড দেখান রেফারি। দেনিস সুয়ারেসের পায়ে পিছন থেকে লাথি মেরেছিলেন এই মিডফিল্ডার। লা লিগায় এই প্রথম লাল কার্ড দেখলেন তিনি। ৬১তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে জাল খুঁজে নেন জার্মান মিডফিল্ডার ক্রুস। ফেরানোর কোনো সুযোগই ছিল না গোলরক্ষকের। ৮০তম মিনিটে বেনজেমার কাছ থেকে বল পেয়ে কোনাকুনি শটে বল জালে পাঠান কিছুক্ষণ আগে বদলি নামা স্প্যানিশ ফরোয়ার্ড ভাসকেস। ৯০তম মিনিটে ব্যবধান কমায় সেল্টা। প্রতি আক্রমণ থেকে অনেকটা দৌড়ে কোনাকুনি শটে জাল খুঁজে নেন খানিক আগে বদলি নামা ইকের লোসাদা। আর তাতে একটি গোলে শোধ করলে ৩-১ গোলের সান্তনা নিয়ে মাঠ ছাড়ে সেল্টা ভিগো।