সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
সেভ দ্য চিলড্রেনের দূত সাবিনা ক্রীড়া প্রতিবেদক উন্নয়ন সহযোগী সংস্থা- সেভ দ্য চিলড্রেনের 'ইয়ুথ অ্যাম্বাসেডর' হয়েছেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। এক বছরের জন্য সংস্থাটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তবে চুক্তির মেয়াদ আরও বাড়ানোর সুযোগ রাখা রয়েছে। এই প্রথম ফুটবল অঙ্গনের কেউ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর হলেন। এর আগে একাধিক ক্রিকেটার ইউনিসেফসহ বিভিন্ন সংস্থার অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন সাবিনা খাতুন। সেভ দ্য চিলড্রেনের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন সূচনা প্রজেক্টের প্রধান ডক্টর শেখ শাহেদ রহমান। শিশুদের জন্য নানা সচেতনতামূলক অনুষ্ঠানের পাশাপাশি কিশোরীদের নিয়ে সংস্থাটির বিশেষ 'সূচনা প্রোগ্রাম' এ কাজ করবেন সাবিনা। সিলেট ও মৌলভীবাজারে এক লাখ কিশোরী নিয়ে কাজ করে 'সূচনা প্রোগ্রাম'। কিশোরীদের মধ্যে বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবেন তিনি। এছাড়া সেভ দ্য চিলড্রেনের বিভিন্ন ক্যাম্পেইন ও অনুষ্ঠানে অংশ নেবেন জাতীয় নারী দলের অধিনায়ক। এমন কাজের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আনন্দিত বলে জানান সাবিনা। নিজের সাধ্যমতো এ কাজে মনোনিবেশ করবেন বলেও জানান তিনি। আর 'সূচনা প্রোগ্রাম'র চিফ অফ পার্টি শাহেদ রহমান বলেন- সাবিনার মতো নারী অগ্রযাত্রার রোল মডেল এ কাজে যুক্ত হওয়ায়, অভিভাবক ও কিশোরীরা অনুপ্রাণিত হবে এগিয়ে আসতে। অনুষ্ঠানে বাফুফে নারী কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, সূচনার প্রোগ্রাম ডিরেক্টর আরিফ আহমেদ ও সিনিয়র কমিউনিকেশন ম্যানেজার শেখ আলী হায়দার আযম উপস্থিত ছিলেন। ভারতের নারী হকি দল আসছে আজ ক্রীড়া প্রতিবেদক বাংলাদেশ নারী হকি দলের সঙ্গে সিরিজ প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার (সাই) নারী হকি দল। সোমবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছবে তারা। সেপ্টেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য এশিয়ান উইমেন্স জুনিয়র (অনূর্ধ্ব-২১) হকিতে অংশ নেয়ার প্রস্তুতি হিসেবে বাংলাদেশের মেয়েরা ভারতের বিরুদ্ধে যে ৬টি প্রীতি ম্যাচ খেলবে, সেটা শুরু হবে মঙ্গলবার। এদিন বিকাল ৪টায় হবে প্রথম ম্যাচ। একদিন বিরতি দিয়ে বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। রোববার, সোমবার ও বুধবার অনুষ্ঠিত হবে পরের তিনটি ম্যাচ। সিরিজের সব কটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। উইমেন্স জুনিয়র (অ-২১) এএইচএফ কাপে 'বি' গ্রম্নপে খেলতে বাংলাদেশের মেয়েদের সিঙ্গাপুর যাওয়ার কথা ৪ সেপ্টেম্বর। ৯ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হবে ৮ দেশের এই টুর্নামেন্ট। লাল-সবুজের মেয়েদের প্রতিপক্ষ হংকং চায়না, নেপাল ও শ্রীলংকা। আর 'এ' গ্রম্নপে লড়বে চাইনিজ তাইপে, সিঙ্গাপুর, উজবেকিস্তান। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল নারীদের জুনিয়র এশিয়া কাপে খেলার সুযোগ পাবে। বেসামরিক জীবনে ফিরলেন ধোনি ক্রীড়া ডেস্ক ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি মহেন্দ্র সিং ধোনি। তার বদলে কাশ্মীরে নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করেছেন টেরিটোরিয়াল আর্মির লেফটেন্যান্ট কর্নেল হয়ে। গুরু দায়িত্ব পালন শেষে অভিজ্ঞ এই উইকেটকিপার অবশেষে ফিরেছেন বেসামরিক জীবনে। দিলিস্নতে সঙ্গে ফিরেছেন তার স্ত্রী ও কন্যা। বিশ্বকাপের পরপর ক্রিকেট থেকে আচমকা বিরতির সিদ্ধান্ত নেন ধোনি। তখন খুব করে আলোচনা চলছিল তার অবসর নিয়ে। তখনই ওয়েস্ট ইন্ডিজ সফরে না গিয়ে চলে যান জম্মুতে। দুই সপ্তাহের মতো ভারতীয় সেনাবাহিনীর হয়ে দায়িত্ব পালনের ভার দেয়া হয় তাকে। যার আনুষ্ঠানিকতা শেষ হয় গত ১৫ আগস্ট। ধোনিকে মূলত কাশ্মীর উপত্যাকায় বিশেষভাবে অ্যাসাইন করা হয়েছিল।