মাশরাফিদের ফিটনেস নিয়ে চিন্তিত নন মারিও

বাংলাদেশ দল টানা ক্রিকেট খেলছে সেই অক্টোবর থেকে। পরবর্তী কয়েক মাস খেলোয়াড়রা যেন ফিটনেস ধরে রাখতে পারে সেটি নিয়ে কাজ করছি। ফিটনেস দেখে সন্তুষ্ট তবে খুব খুশি হওয়ার মতো নয়। ক্রিকেটারদের ফিটনেসের অবস্থা একদম খারাপ না, সেই দিক থেকে আমি খুশি।

প্রকাশ | ২০ আগস্ট ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
ঈদের ছুটি শেষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ফের হয়ে উঠেছে ক্রিকেটারদের আনাগোনায় উৎসবমুখর। আগামী মাসেই জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে বাংলাদেশ দল। এ উপলক্ষে সোমবার সকাল থেকেই হোম অব ক্রিকেটে মুশফিকুর রহিম-মাশরাফি বিন মর্তুজারা শুরু করেছেন কন্ডিশনিং ক্যাম্প। কিন্তু খেলোয়াড়দের ফিটনেস নিয়ে খুব বেশি খুশি হতে না পারলেও চিন্তিত নন জাতীয় দলের ট্রেনার মারিও ভিলস্নাভারায়ন। কন্ডিশনিং ক্যাম্পের সোমবার প্রথমদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, আরও উন্নতি প্রয়োজন। গেল শ্রীলংকা সিরিজ থেকে দেশে ফিরে ঈদের ছুটিতে ছিলেন মুশফিক-মাহমুদউলস্নাহরা। যে কারণে অনুশীলন করেননি তারা। স্বাভাবিকভাবেই কিছুটা জড়তা চলে এসেছিল। সেটা কাটাতেই লংকান ট্রেনার মারিও ভিলস্নাভারায়নের তত্ত্বাবধানে সকাল সাড়ে আটটা থেকে কন্ডিশনিং ক্যাম্প শুরু করেছেন তারা। যেখানে জোর দেয়া হচ্ছে মূলত ফিটনেস ট্রেনিংয়ে। টেকসই উন্নতির পথ জানা থাকলেও উপায় নেই আন্তর্জাতিক সূচির ব্যস্ততার কারণে। মারিও মনে করেন, ফিটনেস নিয়ে কাজ হওয়া উচিত এক থেকে দেড় মাস। কিন্তু পর্যাপ্ত সময় পাওয়া সম্ভব নয় একের পর এক সিরিজ বা টুর্নামেন্ট থাকায়। সামনের কয়েকমাস ক্রিকেটাররা কীভাবে নিজেদের ফিট রাখতে পারেন সেটি নিয়েই আগামী চারদিন মিরপুরে চলবে কাজ। আসন্ন দুই সিরিজের কোনো পরিকল্পনাতেই মাশরাফি নেই স্বাভাবিকভাবে। তবু ৩৫ জনের ফিটনেস ক্যাম্পে রয়েছেন মাশরাফি বিন মর্তুজা। এতে অনেকে অবাক হলেও জানা গেছে, নিজেকে ঠিক রাখতেই এই ক্যাম্পে থাকা মাশরাফির। ফিটনেস নিয়ে মারিও ভিলস্নাভারায়ন গণমাধ্যমকে বলেন, 'বাংলাদেশ দল টানা ক্রিকেট খেলছে সেই অক্টোবর থেকে। পরবর্তী কয়েক মাস খেলোয়াড়রা যেন ফিটনেস ধরে রাখতে পারে সেটি নিয়ে কাজ করছি। ফিটনেস দেখে সন্তুষ্ট তবে খুব খুশি হওয়ার মতো নয়। আরও উন্নতি করা যায়। ফিটনেস ক্যাম্প ৪-৬ সপ্তাহ হলে সেটি খুব কাজে আসে। তবে সেটি এখন সম্ভব না। ক্রিকেটারদের ফিটনেসের অবস্থা একদম খারাপ না, সেই দিক থেকে আমি খুশি।' সোমবার মিরপুরে ২৩ ক্রিকেটার নিয়ে ফিটনেস ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। ৩৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডে এইচপির (হাই পারফরম্যান্স) দশ ক্রিকেটার জায়গা পেলেও শ্রীলংকার ইমার্জিং দলের বিপক্ষে সিরিজ চলায় তারা থাকতে পারেননি ক্যাম্পে। বাকি ২৫ ক্রিকেটারের মধ্যে ছিলেন না টেস্ট ও টি২০ অধিনায়ক সাকিব আল হাসান এবং সাব্বির রহমান। নিজের বিয়ের আনুষ্ঠানিকতা সারতে ছুটি নিয়েছেন সাব্বির। সাকিবও আছেন ছুটিতে। ২৪ সেপ্টেম্বর স্কিল ক্যাম্প শুরুর দিন মাঠে ফিরবেন বিশ্বসেরা অলরাউন্ডার। ফিটনেস ক্যাম্প মানেই শুরুর দিন বিপ টেস্ট। ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ছাড়া সেই পরীক্ষা দিয়েছেন বাকি ২২ ক্রিকেটার। পরবর্তী ৬ মাস সূচিতে ওয়ানডে সিরিজ না থাকায় মাশরাফির ফিটনেস নিয়ে ভবিষ্যতে আলাদা করে কাজ করবেন বলে জানিয়েছেন শ্রীলংকান ট্রেনার। প্রথমদিনের ক্যাম্প শেষে বেশ হাসিমুখেই ক্যাম্প ছাড়েন মাশরাফি। গণমাধ্যমের সঙ্গে ওয়ানডে অধিনায়ক নিজেকে নিয়ে কোনো কথা না বললেও প্রথমদিনের ক্যাম্প নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন ট্রেনার মারিও ভিলস্নাভারায়ন। মাশরাফি বিন মর্তুজার ফিটনেস নিয়ে জানতে চাইলে মারিও বলেন, 'মাশরাফি আপাতত আমাদের পরিকল্পনায় নেই। যেহেতু সে শুধু ওয়ানডে খেলে তাই এই ক্যাম্পে তার ফিটনেস বিচার করা হচ্ছে না। ওয়ানডে ম্যাচ খেলতে অনেক লম্বা সময় বাকি আছে। তখন বলা যাবে তার ব্যাপারে।'