এএফসি কাপ ২০১৯

কোরিয়ান ক্লাবের মুখোমুখি আবাহনী

প্রকাশ | ২১ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া প্রতিবেদক 'এএফসি কাপ ২০১৯'-এর ইন্টার জোনাল সেমিফাইনাল-২ এর ম্যাচে আজ ঢাকা আবাহনী মুখোমুখি হতে যাচ্ছে উত্তর কোরিয়ার দল এপ্রিল টোয়েন্টি ফাইভের। সন্ধ্যা ৬-৪৫ মিনিটে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। যেখানে ভালো খেলা উপহার দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়তে চায় আবাহনী। প্রতিপক্ষ সম্পর্কে ধারণা না থাকলেও জয় নিয়েই ফিরে যেতে চায় এপ্রিল টোয়েন্টি ফাইভ। সমস্যা অনেক। এরপরও ভালো কিছুর প্রত্যাশাতেই ঢাকা আবাহনী। দলের কোচ মারিও লেমোসের বিশ্বাস, বিদেশিদের পাশাপাশি যদি স্থানীয়রা জ্বলে উঠতে পারেন, তবে ঘরের মাঠে জয় দিয়েই শুরু করতে পারবেন তারা। এ প্রসঙ্গে লেমোস বলেছেন, 'এই ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষের ফুটবলাররা আমাদের থেকে বেশ দক্ষ। তাদের দলে উত্তর কোরিয়ার জাতীয় দলের বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলার রয়েছে। তবে আবাহনীর ফুটবলাররাও ছন্দে রয়েছে। সানডে-বেলফোর্ট-লি'দের পাশাপাশি জীবন-জুয়েল রানারা যদি নিজেদের সেরাটা দিতে পারেন, তবে অবশ্যই জয় পাওয়া সম্ভব।' দলীয় অধিনায়ক শহিদুল আলম সোহেল বলেন, 'এই ম্যাচটা আমাদের কাছে ফাইনাল ম্যাচের মতোই গুরুত্বপূর্ণ। আমরা নিজেদের সামর্থ্যের সেরাটা এই ম্যাচে দিতে চেষ্টা করব। দলের সবার চেষ্টা থাকবে, ভালো ফুটবল উপহার দেয়া।' তবে ঢাকার মাঠে নামার আগেই আবাহনীর জন্য আসছে একের পর এক দুঃসংবাদ। আফগান ডিফেন্ডার মাসিহ সাইঘানীকে হারিয়ে দক্ষিণ কোরিয়ার ডিফেন্সিভ মিডফিল্ডার লি তাইমিন ও মিশরীয় ডিফেন্ডার আলেদিন নাসেরকে দলের সঙ্গে যোগ করেছিল ক্লাবটি। কিন্তু কার্ডজনিত সমস্যার কারণে এই ম্যাচে খেলতে পারছেন না নাসের। এরই মধ্যে দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার মামুনুল ইসলাম কাফ মাসল ইনজুরিতে পড়েছেন। এ প্রসঙ্গে দলের ম্যানেজার সত্যজিৎ দাস রূপু বলেছেন, 'মামুনুল কাফ মাসর ইনজুরিতে পড়েছেন। আমরা তাকে এই ম্যাচে খেলার জন্য কোনো রকম চাপ দিচ্ছি না। এর মধ্যে যদি সে সেরে না উঠে তাহলে আমাদের তাকে ছাড়াই এই ম্যাচ খেলতে হবে।' এই ম্যাচের পর আবাহনী অ্যাওয়ে ম্যাচ খেলবে কোরিয়াতে। যেটি অনুষ্ঠিত হবে ২৮ আগস্ট পিয়ং ইয়ংয়ে। কিন্তু ওই ম্যাচেও দলের গুরুত্বপূর্ণ নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবাকে না পাবার সম্ভাবনাই বেশি। এর আগেও এএফসি কাপের প্রথম পর্বে ভিসা সমস্যার কারণে ভারতে গিয়ে একটি ম্যাচ খেলা হয়নি এই নাইজেরিয়ানের। এবারও সমস্যাটা সেই সানডেকে নিয়েই। যদিও দলের সবার মতোই তারও উত্তর কোরিয়ার ভিসা হয়েছে। কিন্তু চাইনিজ দূতাবাস জানিয়ে দিয়েছে, তারা কোনো নাইজেরিয়ানকে ভিসা দিবে না। উত্তর কোরিয়ায় ম্যাচ। তাহলে চাইনিজ দূতাবাস ভিসা না দিলে কি সমস্যা? বিষয়টি পরিস্কার করলেন আবাহনীর ম্যানেজার, 'উত্তর কোরিয়াতে আমাদের চায়না হয়ে যেতে হবে। তাই সানডেকে সঙ্গে নিতে হলে আমাদের চায়নার ট্রানজিট ভিসা লাগবে। আমরা সমস্যাটি সমাধানের চেষ্টা করছি। যদি সেটি না হয়। তাহলে বিষয়টি হবে খুবই দুঃখজনক।' এপ্রিল টোয়েন্টি ফাইভ দলের কোচ ও ইয়ান সন বলেন, 'আমরা জয়ের জন্যই এখানে এসেছি। প্রতিপক্ষ সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। তবে আমাদের চেষ্টা থাকবে, নিজেদের স্বাভাবিক খেলাটা উপহার দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়া।' দলের অন্যতম মিডফিল্ডার চয় জং হাইয়োক বলেছেন, 'দলের সবাই ম্যাচের জন্য প্রস্তুত আছে। আমরা জয়ের জন্যই মাঠে নামব।' এএফসি কাপের এই ম্যাচটি দেখতে দর্শকদের কোনো টিকিটের প্রয়োজন হবে না। আজ সব দর্শকের জন্য উন্মুক্ত রাখা হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের গ্যালারি। আবাহনীর কোচ ও অধিনায়কের প্রত্যাশা, পূর্বের মতোই মাঠে এসে তাদের উৎসাহ জাগাবেন দর্শক-সমর্থকরা।