কলম্বো টেস্ট

বৃষ্টির কবলে কলম্বো টেস্ট

প্রকাশ | ২৩ আগস্ট ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
কলম্বো টেস্টে লাহিরু থিরিমান্নেকে আউট করার পর নিউজিল্যান্ডের ক্রিকেটারদের উচ্ছ্বাস -ওয়েবসাইট
টেস্টে একদিনে খেলা হয় ৯০ ওভার। কিন্তু বৃষ্টির কারণে কলম্বোতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটায় মাঠের সেই লড়াই উপভোগ করা গেল না সেভাবে। সারা দিনে খেলা হলো মাত্র ৩৬.৩ ওভার। আর তাই শ্রীলংকা ও নিউজিল্যান্ডের মধ্যকার কলম্বো টেস্টের প্রথম দিনের প্রায় দুই সেশনের খেলা ভেসে গেছে বৃষ্টিতে। দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ৮৫ রান। লংকান অধিনায়ক দিমুথ করুনারত্নে ৪৯ রানে ব্যাট করছেন। অধিনায়কের ১০০ বলের দায়িত্বশীল ইনিংস গড়া ৬টি বাউন্ডারিতে। বৃষ্টিবিঘ্নিত দিনে টস জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলংকা। প্রথম সেশনে এক বলও মাঠে গড়ায়নি। ১ উইকেটে ৭১ রান নিয়ে দ্বিতীয় সেশন শেষ করে লংকানরা। দলীয় ২৯ রানের মাথায় মাত্র ২ করে উইলিয়াম সমারভিলের শিকার হন লাহিরু থিরিমান্নে। দ্বিতীয় সেশনে ওই এক উইকেট হারিয়ে ২৯ ওভারের মতো ব্যাটিং করার সুযোগ পায় শ্রীলংকা। ওই সেশনটাতেই যা একটু খেলা হয়েছে। চা বিরতির পর আবারও ঝমঝমিয়ে নামে বৃষ্টি। বৃষ্টি আবারও বন্ধ হলে আর ৮ ওভারের মতো খেলা হয়। এরই মধ্যে সেট ব্যাটসম্যান কুশল মেন্ডিসকে হারিয়ে বসে লংকানরা। কলিন ডি গ্র্যান্ডহোমের বলে ৩২ রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। বৃষ্টির জন্য প্রথম সেশনে খেলা সম্ভব হয়নি। স্থানীয় সময় বেলা পৌনে ২টায় খেলা শুরু হলে টস জিতে ব্যাটিং নেয় স্বাগতিকরা। লম্বা সময় ক্রিজে থেকেও থিতু হতে না পারা লাহিরু থিরিমান্নেকে ফিরিয়ে দেন উইলিয়ামস সমারভিল। দ্বিতীয় উইকেটে করুনারত্নে ও কুসল মেন্ডিসের ব্যাটে এগিয়ে যায় সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা শ্রীলংকা। চা-বিরতির পরপরই লংকানদের প্রতিরোধ ভাঙেন কলিন ডি গ্র্যান্ডহোম। ৩২ রান করা মেন্ডিসকে কট বিহাইন্ড করে ভাঙেন ৫০ রানের জুটি। ৩৬.৩ ওভারে শ্রীলংকার রান দাঁড়ায় ২ উইকেটে ৮৫। এরপর আকাশ তখন অন্ধকার বেশ অন্ধকার হয়ে যায়। ফলে আলো স্বল্পতায় প্রথম দিনের খেলা বন্ধ করে দিতে হয়। টেস্টের দ্বিতীয় দিনে ৪৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামবেন অধিনায়ক দিমুথ করুনারত্নে। অ্যাঞ্জেলো ম্যাথুস এখনো রানের খাতা খুলতে পারেননি। প্রথম দিন সব মিলিয়ে খেলা হয় ৩৬.৩ ওভার। সংক্ষিপ্ত স্কোর শ্রীলংকা প্রথম ইনিংস: ৩৬.৩ ওভারে ৮৫/২ (করুণারত্নে ৪৯*, থিরিমান্নে ২, মেন্ডিস ৩২, ম্যাথুস ০*; বোল্ট ০/২০, সাউদি ০/২২ ডি গ্র্যান্ডহোম ১/১৪ সমারভিল ১/২০ ও প্যাটেল ০/৭)