ভুটানকে হারাতে চায় কিশোররা

প্রকাশ | ২৩ আগস্ট ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে আজ শুরু হচ্ছে বাংলাদেশের শিরোপা রক্ষার মিশন। ম্যাচের আগের দিন ভারতের কল্যাণীতে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন বাদশা-রাব্বিরা -বাফুফে
সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে শিরোপা ধরে রাখার মিশনে নিজেদের প্রথম ম্যাচে আজ ভুটানের মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ভারতের কলকাতার কল্যাণীতে বাংলাদেশ সময় দুপুর ১২.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-১৫ জাতীয় দলের কোচ ও অধিনায়ক জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করতে আত্মবিশ্বাসী। এ টুর্নামেন্টে দু'বারের চ্যাম্পিয়ন লাল-সবুজরা। প্রথমবার ২০১৫ সালে (অনূর্ধ্ব-১৬) এবং দ্বিতীয়বার ২০১৮ (অনূর্ধ্ব-১৫) সালে বয়সভিত্তিক এই সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ। পরিসংখ্যান বলছে ভুটান থেকে বহুগুণে এগিয়ে বাংলাদেশের ছেলেরা। আগের দেখায় বরাবরই জয়টা ছিল লাল-সবুজদেরই। আর সেগুলো বেশ বড় ব্যবধানেই। ২০১৭ সালে গ্রম্নপ 'এ'তে খেলেছিল বাংলাদেশ। একই গ্রম্নপে ভুটানও খেলেছিল। গ্রম্নপ পর্বে তাদের ৩-০ গোলে হারিয়ে দিয়েছিল লাল-সবুজের ছেলেরা। সেবার গ্রম্নপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠলেও ফাইনাল খেলা হয়নি বাংলাদেশের। কারণ সেমিফাইনালে নেপালের কাছে ৪-২ গোলে হেরে গিয়েছিল তারা। অন্যদিকে একই গ্রম্নপের রানার্সআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করলেও ভুটানও ভারতের কাছে ৩-০ গোলে হেরে যায়। ফলে সেমিফাইনালের পরাজিত দল হিসেবে স্থান নির্ধারণী ম্যাচে আবারও মুখোমুখি হয় বাংলাদেশ-ভুটান। ওই ম্যাচে ৮-০ গোলের বিশাল ব্যবধানে জিতে তৃতীয় হয় লাল-সবুজরা। এবারের আসরেও শুরুটা ভালো হয়নি ভুটানের। প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৩-২ গোলের ব্যবধানে হেরেছে তারা। এবার টুর্নামেন্ট হচ্ছে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। তাই প্রতিটি দলের জন্যই অন্য দলের ম্যাচ গুরুত্ব্‌পূর্ণ। গ্রম্নপের সেরা দুই দল খেলবে ফাইনাল। ভুটানের বিপক্ষে নিজেদের প্রস্তুতি সম্পর্কে দলীয় অধিনায়ক রাকিবুল ইসলাম বলেছেন, 'অনুশীলন করে মনে হচ্ছে দলের অবস্থা ভালো। কাল (আজ) ইনশালস্নাহ আমরা ভালো খেলব।' রাকিবুল আরও জানান, প্রথম ম্যাচে আক্রমণাত্মক ফুটবলই উপহার দিতে চায় তার দল, 'ভুটানের বিপক্ষে আমরা অ্যাটাকিং ফুটবলই উপহার দিব। দলে কোনো ইনজুরি সমস্যা নেই। ভালো পারফরম্যান্স দিয়ে বাংলাদেশের মানসম্মান রক্ষা করব।' দলের ইংলিশ কোচ রবার্ট মার্টিন রাইলস বলেছেন, 'টুর্নামেন্টের শিরোপা ধরে রাখার লক্ষ্য আমাদের। তাই প্রতিটি ম্যাচেই জয়ের লক্ষ্য নিয়েই সবাই খেলতে নামবে।' ছেলেদের বয়সভিত্তিক সাফ টুর্নামেন্ট হয়ে আসছে ২০১১ সাল থেকে। প্রথমবার থেকেই এই টুর্নামেন্টে অংশ নিয়ে আসছে বাংলাদেশ। তখন টুর্নামেন্টটা হতো সাফ অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপ নামে। প্রথম আসরেই সেমিফাইনাল খেলেছিল লাল-সবুজরা। তবে সেখানে পাকিস্তানের কাছে ২-০ গোলে হেরে তৃতীয় স্থানের জন্য লড়াই করে। যেখানে নেপালের কাছে ২-১ গোলের ব্যবধানে হেরে চতুর্থ হয় তারা। এরপর ২০১৩ সালে ও গ্রম্নপ 'বি' রানার্সআপ হিসেবে সেমিফাইনাল খেলে বাংলাদেশ। নেপালকে টপকানো সম্ভব হয়নি। ৫-১ গোলের হার নিয়ে লড়াই করতে হয়েছে তৃতীয় স্থানের জন্য। ওই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১-০ গোলের জয়ে তৃতীয় হয় বাংলাদেশ। ২০১৫ সালে একই টুর্নামেন্ট হয়েছিল অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপ নামেই। সেবার টুর্নামেন্ট আয়োজন করেছিল বাংলাদেশ। ওইবার ভুটান টুর্নামেন্টে অংশ নেয়নি। তবে বাংলাদেশ প্রথমবারের মতো শিরোপা জিতেছিল। বাংলাদেশ দল : রাকিবুল, মিরাদ, আল-আমীন, নাঈম, পিয়াস, শাহীন, মেহদী, অপূর্ব, শুভ, মূন্না, ইমন, রাজু, রানা, রাব্বি, সাজেদ, অনন্ত, হৃদয়, জয়ন্ত, সাব্বির, গোলাম রাব্বী, বাদশা, রাজীব, জনী।