কলম্বো টেস্ট

বৃষ্টির দিনে বোল্ট সাউদির দাপট

প্রকাশ | ২৪ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া ডেস্ক কলম্বোর টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির জোড়া আঘাতে শ্রীলংকাকে কম রানে গুটিয়ে দেয়ার আশা জাগিয়েছিল নিউজিল্যান্ড। তাতে জল ঢেলে দিয়েছে বৃষ্টি। ভেসে গেছে পরের দুই সেশনের খেলা। দ্বিতীয় দিন শেষে শ্রীলংকার সংগ্রহ ৬ উইকেটে ১৪৪ রান। ধনাঞ্জয়া ডি সিলভা ৩২ ও দিলরুয়ান পেরেরা ৫ রানে ব্যাট করছেন। প্রথম দিন খেলা হয়েছিল ৩৬.৩ ওভার, দ্বিতীয় দিন হলো ২৯.৩ ওভার। বৃষ্টি শুরুর আগে বোলিংয়ে দাপট দেখিয়েছে কিউইরা। টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের তোপে দ্বিতীয় দিনে ৫৯ রান তুলতে ৪ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। দিনের শুরুতে বোল্টের জোড়া আঘাতে ভেঙে পড়ে লংকানদের মিডল অর্ডার। আর লাঞ্চের আগে সাউদির আগুনে দারুণ দিনের প্রতিশ্রতি ছিল কিউইদের। কিন্তু বৃষ্টি বাধা হয়ে দাঁড়ানোয় এই সাফল্য পূর্ণতা পায়নি। দুই উইকেটে ৮৫ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিলেন দিমুথ করুণারত্নে ও অ্যাঞ্জেলো ম্যাথুস। স্বাগতিকদের শুরুটা ভালো হতে দেননি বোল্ট। এক ওভারেই এই পেসার তুলে নেন ২ উইকেট। ম্যাথুসকে (২) উইকেটরক্ষক বিজে ওয়াটলিংয়ের গস্নাভসবন্দি করে শুরু তার উইকেট উদযাপন। ৩ বল বিরতি দিয়ে বোল্ট আবারও আনন্দে মাতেন কুশল পেরেরাকে ফিরিয়ে। এলবিডাবিস্নউয়ের শিকার হওয়া কুশল পেরেরা রানের খাতা খুলতে পারেননি। ধনাঞ্জয়া ডি সিলভাকে সঙ্গী করে ওই ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেছিলেন অধিনায়ক করুণারত্নে। কিন্তু পারেননি। গল টেস্টে সেঞ্চুরি পূরণ করা এই ব্যাটসম্যান কলম্বোর ম্যাচেও ছুটছিলেন তিন অঙ্কের ঘরের দিকে। যদিও সাউদির বলে ৬৫ রানে শেষ হয় তার ইনিংস। ওয়াটলিংয়ের গস্নাভসে আটকা পড়ার আগে ১৬৫ বলের ইনিংসটি করুণারত্নে সাজান ৬ বাউন্ডারিতে। স্বাগতিক অধিনায়কের আউটের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আবারও আঘাত শ্রীলংকার ব্যাটিংয়ে। দুই বল পর সাউদি আবারও করেন উইকেট উদযাপন। এবার নিরোশান ডিকবেলাকে ফেরান খালি হাতে।