সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২৪ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
এশিয়ার সেরা গোল বাংলাদেশের সোহেল রানার ক্রীড়া প্রতিবেদক সব জল্পনাকল্পনা শেষ করে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় সোহেল রানার গোলটিই এ সপ্তাহে এশিয়ার সেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছে। ভক্ত-সমর্থকদের ভোটে পরিষ্কার ব্যবধানে এগিয়ে থেকে এ সম্মাননা অর্জন করেছেন সোহেল রানা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে গত বুধবার উত্তর কোরিয়ান ক্লাব এপ্রিল টোয়েন্টি ফোর এসসি'র বিপক্ষে আবাহনীর ৪-৩ গোলের জয়ের প্রথমটি করেছিলেন সোহেল রানা। ৩৩ মিনিটে আবাহনীর একটি আক্রমণ হেডে ঠেকিয়ে দিয়েছিলেন কোরিয়ান এক ডিফেন্ডার। বলটি গিয়ে পড়ে বক্সের বাইরে নাবিব নেওয়াজ জীবনের পায়ে। জীবন বলটি ডান পা, বাঁ পা করে পেছনে ঠেলে দেন সোহেলে রানার কাছে। সোহেল রান তিন কদম এগিয়ে জোরালো শট নেন বাঁ পায়ে। তার সেই শট বুলেট গতিতে কাঁপিয়ে দেয় কোরিয়ান ক্লাবের জাল। এপ্রিল টোয়েন্টি ফোর স্পোর্টস ক্লাবের গোলরক্ষক বাম দিকে ঝাঁপিয়ে পড়েও শেষ রক্ষা করতে পারেননি। আবাহনীর মিডফিল্ডার সোহেল রানার সেই গোল উঠে আসে এএফসির আলোচনায়। নির্বাচিত হয় এএফসির সপ্তাহসেরা গোলের তালিকায়ও। একই ম্যাচে করা কোরিয়ান ক্লাবের চো জং হিউকের গোলটিও ছিল সেরার তালিকায়। ৩৫তম মিনিটে এই গোলে ১-১ করেছিল সফরকারী ক্লাবটি। তবে শেষ পর্যন্ত ২৬০৮৮ ভোট পেয়ে সেরা নির্বাচিত হয়েছে সোহেল রানার গোলটিই। এর আগে এএফসি কাপের গ্রম্নপ পর্বে নেপালের মানাং মার্সিয়াংদি ক্লাবের বিরুদ্ধে আবাহনীর মামুনুল ইসলামের গোলটি সপ্তাহসেরা নির্বাচিত হয়েছিল। অশ্বিন বাদ পড়ায় বিস্মিত গাভাস্কার ক্রীড়া ডেস্ক অ্যান্টিগা টেস্টে ভারতের একমাত্র স্পিনার হিসেবে দলে জায়গা পেয়েছেন রবীন্দ্র জাদেজা। টানা চতুর্থ টেস্টে বাদ পড়েছেন রবিচন্ন্দ্রন অশ্বিন। অথচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটে-বলে অতীতে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। অশ্বিনকে একাদশে না রাখায় বিস্মিত হয়েছেন সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। সামান্য অসুস্থতার কারণে ওয়েস্ট ইন্ডিজে ভারতের প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে বল করেননি অশ্বিন। দ্বিতীয় ইনিংসে ৮ ওভারে ১ উইকেট নিয়ে অ্যান্টিগা টেস্টে জায়গা পাওয়ার দাবিদার ছিলেন তিনি। কিন্তু তাকে উপেক্ষা করে একাদশে নেয়া হয়েছে প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে উইকেটশূন্য ১২ ওভার করা জাদেজাকে। এনিয়ে টানা চতুর্থ টেস্টে খেলা হলো না অশ্বিনের। ইনজুরিতে অস্ট্রেলিয়া সফরের শেষ তিন টেস্ট খেলা হয়নি তার। যদিও উইন্ডিজের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পরিসংখ্যান থাকায় তিনি ছিলেন এগিয়ে। সবশেষ ক্যারিবিয়ান সফরে দুইবার ম্যাচসেরা হওয়া খেলোয়াড়কে বাদ দেয়ায় আশ্চর্য না হয়ে পারছেন না গাভাস্কার। এক টেলিভিশন চ্যানেলে ধারাভাষ্য দেয়ার সময় তিনি বলেছেন, '(দল বাছাই) আমাকে বিস্মিত করেছে। এমন রেকর্ড গড়া একজন, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সে-ই এই একাদশে জায়গা খুঁজে পেল না- অদ্ভুত এবং আশ্চর্যজনক।' বাংলাদেশের খেলা আইসিসির পর্দায় ক্রীড়া প্রতিবেদক মেয়েদের ক্রিকেটকে বৃহৎ পরিসরে ছড়িয়ে দেয়ার অঙ্গীকার করেছে আইসিসি। সেই চেষ্টার ধারাবাহিকতায় প্রথমবারের মতো টি২০ বিশ্বকাপ বাছাইপর্বের ১০টি ম্যাচ সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছে অভিভাবক সংস্থাটি। স্কটল্যান্ডের ফোরফরশায়ার ক্রিকেট ক্লাবে হওয়া সবগুলো খেলাই সরাসরি সম্প্রচার করা হবে। ম্যাচগুলো আইসিসির ডিজিটাল পস্ন্যাটফর্মে দেখতে পাবেন দর্শকরা। ম্যাচ শেষে থাকছে পুনঃপ্রচারও। যার মধ্যে আছে দুই সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচটিও। ছয় ক্যামেরা দিয়ে ধারণ করা হবে সবগুলো ব্যাট-বলের লড়াই।