বিপিএলে থাকছে সিলেট সিক্সার্স

প্রকাশ | ২৫ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া প্রতিবেদক বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরে অংশ নেবে সিলেট সিক্সার্স। শনিবার দুপুরে বিসিবি কার্যালয়ে এসে ফ্র্যাঞ্চাইজি কর্তারা আগামী আসরে অংশগ্রহণ, চুক্তি ও নতুন বাইলজ নিয়ে আলোচনা করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে। নতুন চক্র অর্থাৎ পরবর্তী চার আসর বিপিএল কীভাবে হলে ভালো হয় সেটি নিয়ে মতামত জানিয়ে গেছেন তারা। এসেছিলেন ফ্র্যাঞ্চাইজির মালিক সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সভা শেষে সিলেট সিক্সার্সের প্রধান নির্বাহী ইয়াসির ওবায়েদ সংবাদমাধ্যমকে বলেন, 'নতুন করে চুক্তি করা হবে। সেটি এবং খেলোয়াড়দের চুক্তি নিয়ে সবদলের মতামত নেয়া হচ্ছে। আজ আমরা মতামত দিলাম। আমরা নিজেদের পর্যবেক্ষণ দিয়েছি। বিপিএল কীভাবে আরও সুন্দরভাবে হতে পারে সেটি নিয়ে আমাদের পরামর্শ দিয়েছি।' সিলেটসহ ছয় দল থাকলেও আগামী আসরে থাকছে না চিটাগং ভাইকিংস। ফ্র্যাঞ্চাইজিটির মালিকানায় থাকা ডিবিএল গ্রম্নপ সরে দাঁড়ানোয় নতুন আগ্রহী খুঁজতে দরপত্র দিয়েছে বিসিবি।