ফুটবলারদের লক্ষ্য ভালো করা

ফুটবল বিশ্বকাপ বাছাই

প্রকাশ | ২৫ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া প্রতিবেদক ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ সামনে রেখে শুক্রবার ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শনিবার থেকে শুরু হয়েছে বাংলাদেশের প্রস্তুতি। সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঘাম ঝরিয়েছেন জামাল-মতিনরা। শনিবার ছিল বাংলাদেশ দলের প্রথম অনুশীলন। সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেছেন দলের ফুটবলাররা। বিকালে জিম সেশনে অংশ নেয়ার কথা রয়েছে জামাল ভুঁইয়াদের। আগের দিন দলীয় অধিনায়ক জামাল ভুঁইয়া জানিয়েছিলেন আফগানদের উচ্চতা নিয়ে চিন্তিত নন তারা। নিজেদের ফিটনেস ঠিক থাকলে যে কোনো কিছুই করে দেখানোর আত্মবিশ্বাস রাখছেন তারা। তবে জয়ের লক্ষ্যে উচ্চতার বিষয়টি নিয়েও ভাবছেন কোচ জেমি ডে, 'আফগানিস্তান শক্ত প্রতিপক্ষ। যে কারণে আমরা আগেভাগে তাজিকিস্তান যাব। তারা অনেক লম্বা আর শক্তিশালী। সেটি নিয়েও আমাদের পরিকল্পনা থাকবে। কর্নার আর সেট পিস নিয়েও কাজ করব।' দলীয় অধিনায়ক জামাল ভুঁইয়া বলেছেন, 'এটা বিশ্বকাপ বাছাই। এটা সবারই জানা। এখানে আনফিট হলে টিকে থাকা যাবে না। সেটাও কারোই অজানা নয়। কোচ আমাদের একটি ট্রেনিং প্রোগ্রাম দিয়েছেন। দলের সবাই যদি কোচের সে নির্দেশনাটা মেনে চলে তাহলে তো সমস্যার কোনো কারণ নেই।' জামাল আরও বলেন, 'ঘরোয়া আর আন্তর্জাতিক ম্যাচে একটা বড় পার্থক্য আছে। মাত্র অনুশীলন শুরু হয়েছে। আমার বিশ্বাস আগামী ১০-১২ দিনে সবার ফিটনেসই একটা লেভেলে চলে আসবে।' এর আগে বিশ্বকাপ বাছাইয়ের প্রাথমিক পর্বে কোচ জেমি'ডের হাত ধরেই এসেছে সাফল্য। নতুন দলেও তেমন কোনো পার্থক্য নেই। তাছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগেও খেলার মধ্যেই ছিলেন ফুটবলাররা। বাংলাদেশ দলের অধিনায়ক মনে করেন তাদের মধ্যে বোঝাপড়াটা ভালো, আর তাই আফগানিস্তানের বিপক্ষেও ভালো কিছুই আশা করছেন, 'গত ১৪ মাস ধরেই আমরা একসঙ্গে খেলছি। কোচ জেমি ডে দায়িত্ব নেয়ার পর বাংলাদেশ দল খুব ভালো করছে। আশা করি আমরা আমাদের প্রথম ম্যাচটিতে আশানুরূপ ফলাফল করতে পারব।' বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে ১১ গোল করা ফরোয়ার্ড মতিন মিয়া বলেন, 'ঘরোয়া ফুটবলে আমরা খুব ভালো একটি সময় পার করেছি। সেখানে বেশি গোল করতে পেরেছি তাই আমি খুশি। ক্লাবের হয়ে গোল করেছি। চূড়ান্ত দলে সুযোগ পেলে জাতীয় দলের হয়েও সেই পারফরম্যান্সটা দিতে পারব বলে আশা করি।' ক্যাম্প শুরু হলেও ২৮ আগস্ট এএফসি কাপে আবাহনীর অ্যাওয়ে ম্যাচ থাকাতে ক্যাম্পে এখনই যোগ দিচ্ছেন না আবাহনীর ফুটবলাররা। দলের অন্যতম মিডফিল্ডার মামুনুল ইসলামকে নিয়েও জাতীয় দলের অনেক প্রত্যাশা। কিন্তু ইনজুরির কারণে আবাহনীর দ্বিতীয় ম্যাচেই খেলা অনিশ্চিত তার। খুব শিগগিরই ইনজুরি কাটিয়ে হয়তো জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন মামুনুল। যদি সেটি সম্ভব না হয় তবে তার স্থানে ডাক পেতে পারেন বর্তমানে দেশের সব থেকে দামি ফুটবলার ইমন বাবু। ২৮ আগস্ট পিয়ং ইয়ংয়ে এএফসি কাপের ম্যাচ খেলে ফেরার পর ক্যাম্পে যোগ দেবেন আবাহনীর ৭ ফুটবলার। এরপর ঢাকায় ৩১ আগস্ট পর্যন্ত চলবে জাতীয় দলের ক্যাম্প। দল ছোট করে আগামী ১ সেপ্টেম্বর তাজিকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। সেখানে ৩ ও ৫ সেপ্টেম্বর স্থানীয় লিগের যেকোন দুটি দলের দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে জেমি ডের শিষ্যদের। আগামী ১০ সেপ্টেম্বর তাজিকিস্তানের দুশানবেতে (নিরপেক্ষ ভেনু্য) প্রথম লেগে আফগানদের মুখোমুখি হবে লাল-সবুজ বাহিনী।