জয় পেতে আত্মবিশ্বাসী বাংলাদেশ

আমাদের ছেলেরা ভালো ট্রেনিং করেছে। প্রস্তুতি ম্যাচে তাদের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। শক্ত প্রতিপক্ষের বিপক্ষে খুবই কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে আমাদের। কারণ তাদের বেশকজন ফুটবলার ইউরোপ থেকে এসেছে। তবে আমাদেরও একটি ভালো টিম আছে। গত ক'মাসে আমাদের ভালো ফলাফল আছে। আফগানিস্তানের বিপক্ষে ভালো ফলাফলের জন্য আমরা নিজেদের সেরা ফুটবলটাই খেলব। - কোচ জেমি ডে

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বিশ্বকাপ বাছাই ফুটবলের রাউন্ড টু'তে বাংলাদেশ জাতীয় দলের মিশন শুরু হচ্ছে আজ। বাংলাদেশ সময় রাত ৮টায় নিরপেক্ষ ভেনু্য তাজিকিস্তানের দোশানবেতে অবস্থিত রিপাবলিকান সেন্ট্রাল স্টেডিয়ার্মের টার্ফে আফগানিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজরা। যে ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে জয় চায় বাংলাদেশ দল। অন্যদিকে শারীরিক গঠন ও ট্যাকটিক্যালি এগিয়ে থাকায় জয় নিয়ে মাঠ ছাড়তে পারবে বলে বিশ্বাস আফগানদের। পূর্বের মুখোমুখিতে আফগানিস্তানের বিপক্ষে একটিও জয়ের রেকর্ড নেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। ফিফার্ যাংকিং ও শক্তিতে অনেক এগিয়ে থাকলেও অতীত রেকর্ড ততটা খারাপও নয় লাল-সবুজদের। দুই দল সর্বমোট মুখোমুখি হয়েছে ৪ বার। এর মধ্যে এক ম্যাচে জয় পেয়েছে আফগানিস্তান। আর বাকি তিনটি ম্যাচই ড্র। সর্বপ্রথম ২০০৮ সালে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দেখা হয় দু'দলের। ৫ মে অনুষ্ঠিত ঐ ম্যাচটি গোলশূন্য ড্র'তে শেষ হয়। এরপর ২০০৮ সালের ৬ জুন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপে (সাফ) ২-২ গোলের ড্র করে তারা। ২০১৫ সালের ২ জুন একটি প্রীতি ম্যাচে ১-১ গোলের ড্র করে বাংলাদেশ-আফগানিস্তান। সর্বশেষ দেখাটিও হয়েছে ঐ বছরই সাফ চ্যাম্পিয়নশিপে। সে আসরে ৪-০ গোলের বড় হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল। দীর্ঘ ৪ বছর পর আবারো দেখা হতে যাচ্ছে তাদের। এবার বিশ্বকাপ বাছাইয়ের রাউন্ড টু'তে। যেটি কিনা একই সঙ্গে এশিয়ান কাপ বাছাইয়েরও তৃতীয় পর্ব। প্রতিপক্ষ শক্তিধর হলেও এবারের বাংলাদেশ দলটি নিয়ে আশাবাদী সবাই। কারণ ইংলিশ কোচ জেমি ডে দলের দায়িত্ব নেবার পর অনেকটাই বদলে গেছে বাংলাদেশের ফুটবলের চিত্র। তারুণ্য নির্ভর দল গড়ে আন্তর্জাতিক আসরে চমক দেখিয়েছেন এই কোচ।র্ যাংকিংয়ের কাঁটাটাও হয়েছে ঊধ্বমুখী। তবে প্রতিপক্ষ আফগানিস্তান কিন্তু বাংলাদেশ থেকে ৩৩ ধাপ এগিয়ে। যেখানে ফিফার্ যাংকিংয়ে বাংলাদেশ আছে ১৮২ তম অবস্থানে। সেখানে আফগানিস্তান আছে ১৪৯তম স্থানে। বাংলাদেশ দলের হেড কোচ জেমি ডে বলেন, 'আমাদের ছেলেরা ভালো ট্রেনিং করেছে। প্রস্তুতি ম্যাচে তাদের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। শক্ত প্রতিপক্ষের বিপক্ষে খুবই কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে আমাদের। কারণ তাদের বেশকজন ফুটবলার ইউরোপ থেকে এসেছে। তবে আমাদেরও একটি ভালো টিম আছে। গত ক'মাসে আমাদের ভালো ফলাফল আছে। আফগানিস্তানের বিপক্ষে ভালো ফলাফলের জন্য আমরা নিজেদের সেরা ফুটবলটাই খেলব।' দলীয় অধিনায়ক জামাল ভুইয়া বলেছেন,'আফগানিস্তান খুবই শক্তিধর দল। আমি মনে করি কঠিন লড়াই হবে। এখানে ৯ দিন হলো আমরা এসেছি। ভালো প্রস্তুতি হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে তিনপয়েন্ট সংগ্রহের জন্য দলের সবাই রোমাঞ্চিত।' নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক কাতারের কাছে ৬-০ গোলের বড় ব্যবধানে হেরেছে আফগানিস্তান।র্ যাংকিংয়ে এগিয়ে থাকলেও বাংলাদেশকে সমীহই করছেন আফগান কোচ আনুস দস্তাগির,' বাংলাদেশের বিপক্ষে আমাদের দ্বিতীয় ম্যাচটি খেলতে আমরা প্রস্তুত আছি। বাংলাদেশ ভালো দল। তাদের নতুন কোচ ও ভালো মানের ফুটবলার আছে। এর আগে তাদের সঙ্গে মুখোমুখিতে ফলাফল যেটাই থাকুক। আগামীকালের (আজ) ম্যাচে কে ফেবারিট তা এখনি বলা সম্ভব না। আমরা তাদের থেকে শারীরিক ও ট্যাকটিক্যালি এগিয়ে আছি।' দলীয় অধিনায়ক ফরসাদ নূর বলেন, 'আমাদের দুদলের জন্যই এটি একটি আকর্ষণীয় ম্যাচ হবে। আমাদের পূর্বের দেখার থেকে এবারের ম্যাচটা আরো ভালো হবে বলে আমার বিশ্বাস। আমাদের দলের আক্রমণভাগ খুবই ভালো এবং আমরা নিজেদের সেরাটা খেলে ম্যাচটা জিতব আশা করি।'