অখ্যাত অমল প্রোটিয়াদের ব্যাটিং কোচ!

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া ডেস্ক আগামী মাসে দক্ষিণ আফ্রিকা ভারতের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলবে। এই সিরিজকে সামনে রেখে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) অখ্যাত অমল মজুমদারকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। সোমবার এই বিষয়টি নিশ্চিত করেছে সিএসএ। অমল মজুমদার ব্যাটিং কোচ ডেল বেনকেনস্টেইনের স্থলাভিষিক্ত হয়েছেন। যিনি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ব্যর্থতার পর দায়িত্ব ছেড়েছেন। অমল মজুমদারের বিষয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এক বার্তায় জানিয়েছে, 'ভারতের অন্যতম একজন সেরা কোচ হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন অমল। যার রয়েছে বিসিসিআই থেকে প্রাপ্ত হাই পারফরম্যান্স কোচিং সার্টিফিকেট। এ ছাড়া ক্রিকেট অস্ট্রলিয়া, যুক্তরাজ্যের ল্যাঙ্কাশায়ার ও ইয়র্কশায়ার থেকেও সার্টিফিকেট পেয়েছেন তিনি।' সিএসএ এর ভারপ্রাপ্ত ডিরেক্টর (ক্রিকেট) কোরি ফন জিল তার বিষয়ে বলেছেন, 'অমল আমাদের জন্য যথাযথ কোচ। ভারতে আমাদের ব্যাটসম্যানরা মূলত যেসকল চ্যালেঞ্জ মোকাবেলা করবে সেসব বিষয়ে তার রয়েছে অগাধ জ্ঞান ও অভিজ্ঞতা। সম্প্রতি ভারতে আমাদের করা স্পিন বোলিং ক্যাম্পেও তিনি বেশ সহায়তা করেছেন। আর এটার মাধ্যমে ইতিমধ্যে এইডেন মার্করাম, টেম্বা বাভুমা ও যুবায়ের হামজাদের সঙ্গে তার ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে।' ভারতের অমল মজুমদার ক্রিকেটাঙ্গনে খুব বেশি পরিচিত কোচ নন। তবে খেলোয়াড় জীবনে তার ছিল উলেস্নখযোগ্য প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ার।