ব্রাজিলকে হারিয়ে পেরুর প্রতিশোধ

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া ডেস্ক জুলাইয়ে পেরুকে হারিয়েই কোপা আমেরিকার নবম শিরোপা ঘরে তুলেছিল ব্রাজিল। এমনকি সেদিন কোপা আমেরিকার ফাইনালে পেরুর বিপক্ষে ১০ জনের দল নিয়েও ৩-১ গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছেড়েছিল সেলেসাওরা। তবে সেদিনের সেই ম্যাচে খেলেননি দলের সেরা তারকা নেইমারও। কিন্তু মঙ্গলবার রাতে এবার সেই পেরুই প্রীতি ম্যাচে হারিয়ে দিয়েছে ব্রাজিলকে। শেষ দিকের লুইস আব্রামের করা গোলে সেলেকাওদের ১-০ ব্যবধানে হারিয়ে কোপার ফাইনালে হারের মধুর প্রতিশোধ নিয়েছে পেরু। আর এতে ১১ মাস পর হার দেখল ব্রাজিল। ম্যাচের প্রথম একাদশে নেইমারকে রাখেননি ব্রাজিল কোচ তিতে। তবে গোল না পেয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নামিয়েছিলেন। কিন্তু নিয়মিত অধিনায়ক দানি আলভেসকেও খেলাননি তিনি। তাদের ছাড়াও ভালোই খেলে দলটি। তবে নিজেদের গুছিয়ে নিতে প্রায় ১০ মিনিট লেগে যায়। ম্যাচের ১৫তম মিনিটে কর্নার থেকে পাওয়া বলে রেনেতো তাপিয়ার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট না হলে এগিয়ে যেতে পারত পেরু। তবে সবচেয়ে সহজ সুযোগটি ২০তম মিনিটে মিস করেন দাভিদ নেরেস। রবার্তো ফিরমিনোর পাস থেকে ডি বক্সে একেবারে ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু বল নিয়ন্ত্রণে নিতে দেরি করে ফেলায় সুযোগ নষ্ট করেন তিনি। ৬২ মিনিটে কুতিনহোকে আরও একবার হতাশ করেন পেরু গোলরক্ষক। এবারও বাঁদিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন তার শট। ৮৫তম মিনিটে ধারার বিপরীতে গোল দিয়ে বসে পেরু। সেট পিস থেকে দারুণ ক্রস করেন ইয়সিমার ইয়তুন। লাফিয়ে উঠে দর্শনীয় হেডে বল জালে জড়ান লুইস আব্রাহাম। এরপর গোল শোধ করার বেশ চেষ্টা করে ব্রাজিল। কিন্তু সাফল্য না পাওয়ায় হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।