অনূর্ধ্ব-১৮ ফুটবল

মাঠে গড়াচ্ছে অনূধ্ব-১৮ ফুটবল

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া প্রতিবেদক বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী দলগুলোর বয়সভিত্তিক দল নিয়ে আজ থেকে শুরু হচ্ছে ওয়ালটন অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্ট ২০১৮-১৯। উদ্বোধনী দিনে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকাল সাড়ে ৪টায় সাইফ স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে নোফেল স্পোটিং ক্লাব। একই ভেনু্যতে সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম আবাহনী লিমিটেডের প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। যদিও প্রতিবারই পেশাদার লিগ কমিটি আশ্বাস দিয়ে আসছে লিগ আকারে হবে প্রিমিয়ার ফুটবল লিগের অনূধ্ব-১৮ দল নিয়ে আয়োজিত এই ট্যালেন্ট হান্ট প্রোগ্রামটি। কিন্তু এবারও হচ্ছে টুর্নামেন্ট আকারেই। প্রায় ১৫ দিনের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে টুর্নামেন্টটি। যে কারণে ফুটবলারদের প্রকৃত প্রতিভা যাচাই-বাছাই করার তেমন কোনো সুযোগই মিলছে না। তাই ট্যালেন্ট হান্ট না বলে বাফুফের দায় মুক্তির টুর্নামেন্ট বললেও ভুল বলা হবে না। অবশ্য, ক্লাবের কোচরা সাধুবাদ জানিয়েছেন বাফুফের এই উদ্যোগকে। তবে পরবর্তীতে লিগ আকারে টুর্নামেন্টটি করার দাবি তাদের। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ শফিকুল ইসলাম মানিক বলেছেন, 'অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ ফেডারেশনের। বয়সভিত্তিক টুর্নামেন্টগুলো শুরু হলে রবিউলের মতো প্রতিভাবান ফুটবলাররা বের হয়ে আসবে।' তবে সমৃদ্ধ পাইপলাইন গড়ে তুলতে দীর্ঘমেয়াদি লিগের বিকল্প নেই বলে মনে করেন ব্রাদার্স ইউনিয়নের কোচ মহিদুর রহমান মেরাজ, 'টুর্নামেন্ট আকারে হওয়ায় এখানে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ নেই। কোনো দল হয়ত দুটি মাত্র ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। ফাইনাল পর্যন্ত যেতে পারলে সর্বোচ্চ পাঁচটি ম্যাচ। এই কয়টা ম্যাচে একজন ফুটবলারকে পরখ করে দেখার তেমন কোনো সুযোগ নেই।' লিগ আকারে না হলেও পেশাদার লিগের ছায়া ঠিকই পড়েছে এই টুর্নামেন্টে। শুরুর আগেই একবার সময় বদলেছে আয়োজকরা। টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা ছিল ১২ সেপ্টেম্বর থেকে। কিন্তু তারিখ বদলে আজ থেকে মাঠে গড়াচ্ছে টুর্নামেন্ট। গ্রম্নপের সেরা আট দল খেলবে কোয়ার্টার ফাইনাল। এরপর সেমিফাইনাল। ৩০ সেপ্টেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল। সদ্য-সমাপ্ত 'বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে' অংশগ্রহণকারী ক্লাবগুলোর অনূর্ধ্ব ১৮ দলের অংশগ্রহণে হচ্ছে টুর্নামেন্টটি। যেখানে ১২টি দল অংশ নিচ্ছে মোট চার গ্রম্নপে বিভক্ত হয়ে। গ্রম্নপ 'এ'তে চট্টগ্রাম আবাহনী, ্‌ব্রাদার্স ইউনিয়ন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। গ্রম্নপ 'বি'তে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। 'সি' গ্রম্নপে ঢাকা আবাহনী, মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং বসুন্ধরা কিংস। 'ডি' গ্রম্নপে সাইফ স্পোর্টিং ক্লাব, শেখ রাসেল ক্রীড়াচক্র এবং নোফেল স্পোর্টিং ক্লাব। অবনমিত হওয়ায় টিম বিজেএমসি অংশ নিচ্ছে না টুর্নামেন্টে।