অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ফাইনালে উঠেছে বাংলাদেশের যুবারা। শনিবার ভারতের বিপক্ষে লড়বে তারা - এসিসি
ক্রীড়া প্রতিবেদক সেমিফাইনাল না খেলেই ফাইনালের টিকিট পেয়ে গেল বাংলাদেশ দল। বৃষ্টিতে ভেসে গেছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দুটি সেমিফাইনাল। এ কারণে গ্রম্নপপর্বের দুই চ্যাম্পিয়ন বাংলাদেশ ও ভারত পেয়েছে ফাইনালে খেলার ছাড়পত্র। আগামী শনিবার শিরোপার লড়াইয়ে যুবা টাইগারদের প্রতিপক্ষ ভারত। শ্রীলংকার মোরাতুয়ায় টাইরন্নে ফার্নান্দো স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রতিপক্ষ ছিল আফগানিস্তান। কিন্তু এই ম্যাচটি বৃষ্টির কারণে শুরুই হয়নি। ফলে পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকার কারণে শেষ পর্যন্ত ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। একইভাবে কলম্বোর পি সারা ওভালে ভারত ও স্বাগতিক শ্রীলংকার আরেক সেমিফাইনালও বৃষ্টিতে পন্ড। অনেকটা শঙ্কা নিয়েই ক্রিকেটপ্রেমীরা চোখ রেখেছিলেন ম্যাচটিতে। কারণ গেল সপ্তাহে আফগানিস্তানের কাছে টেস্টে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। আবার ফুটবলেও যুদ্ধবিধ্বস্ত দেশটির কাছে হার মেনেছে বাংলাদেশ। তবে যুবারা ম্যাচটি না খেলেই পেয়ে গেছে ফাইনালের টিকিট। এর আগে 'বি' গ্রম্নপের চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে পৌঁছায় আকবর আলীর দল। প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলংকাকে ৪২ রানে হারায় বাংলাদেশ। নেপাল ও আরব আমিরাত দুই দলের সঙ্গেই ছয় উইকেটের জয় তুলে নেয় লাল-সবুজরা। অন্যদিকে 'এ' গ্রম্নপে থাকা পাকিস্তান, আফগানিস্তান ও কুয়েতকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল ভারতীয়রা। ইতিহাস জানাচ্ছে- এবারই প্রথম অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠল বাংলাদেশের যুবারা। রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে শিরোপা লড়াই শনিবার, কলম্বোর পি সারা ওভালে।