ভারতের টেস্ট দলে গিল, বাদ রাহুল

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া ডেস্ক টি২০ ম্যাচ দিয়ে আগামী রোববার থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার ভারত সফর। বিরাট কোহলির দলের বিপক্ষে তিন টি২০ এবং তিন টেস্ট খেলবে প্রোটিয়ারা। গত মাসে টি২০ স্কোয়াডের পর এবার ১৫ সদস্যের টেস্ট দলও ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বাদ পড়েছেন ওপেনার লোকেশ রাহুল, তার জায়গায় এসেছেন তরুণ ব্যাটসম্যান শুভমান গিল। স্কোয়াডে নেই উমেশ যাদবও। আসন্ন টেস্ট সিরিজে রোহিত শর্মাকে ওপেনার হিসেবে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিটির সভাপতি এমএসকে প্রসাদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে গিলকে না নেয়ার সিদ্ধান্তে অবাক হয়েছিলেন অনেকেই। গিল নিজেও তার হতাশার কথা জানিয়েছিলেন টুইটারে। কিন্তু উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন রাহুল। দুই ম্যাচের চার ইনিংসে করেছেন মোট ১০১ রান, নেই কোনো ফিফটি। রাহুলের অফ ফর্মেই কপাল খুলেছে গিলের। এবার হয়তো দেশের জার্সিতে দেখা যেতে পারে তাকে। ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠে ২-০ ব্যবধানে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১২০ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে কোহলির দল। ভারতের টেস্ট দল: বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, আজিংকা রাহানে, শুভমান গিল, হনুমা বিহারি, রিশভ পান্ট, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা ও কুলদীপ যাদব।