শ্রীলংকাকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার আশ্বাস

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া ডেস্ক সূচি চূড়ান্ত। সবকিছু ঠিকঠাক। হঠাৎই সবকিছু যেন উল্টেপাল্টে গেল। শ্রীলংকার ১০ ক্রিকেটার সরাসরিই জানিয়ে দিলেন, পাকিস্তান সফরে যাবেন না তারা। বাকি যারা রাজি হয়েছিলেন, তাদেরও পাকিস্তান সফরে যাওয়া ঝুলে গেল নতুন এক হুমকিতে। শ্রীলংকান সরকার জানিয়েছে, তারা খবর পেয়েছে যে, শ্রীলংকা ক্রিকেট দল পাকিস্তানে গেলে তাদের ওপর সন্ত্রাসী হামলা হতে পারে। যার ফলে, তারা আবারও পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চায়। এ নিয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছে লংকান বোর্ড। সম্ভাব্য সন্ত্রাসী হামলার হুমকির কারণে যে পাকিস্তানে শ্রীলংকার সফর পুরোপুরি হুমকির মধ্যে পড়ে গেছে, সেটা বলাই বাহুল্য। এমনকি শেষ পর্যন্ত শ্রীলংকা তাদের পাকিস্তান সফর বাতিলও করে দিতে পারে। কিংবা দাবি তুলতে পারে, নিরপেক্ষ ভেনু্যতে এই সিরিজটি খেলার জন্য। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড এসব নিয়ে মাথা ঘামাচ্ছে না। শ্রীলংকা দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে বলেই আশ্বাস দিয়েছে তারা। পিসিবি এক বিবৃতিতে বলেছে, 'আমরা শ্রীলংকা ক্রিকেটের বিবৃতিটি দেখেছি। তবে শ্রীলংকা দলের নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের তথ্য বা ইন্টিলিজেন্স রিপোর্ট নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। পিসিবি আবারও পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিচ্ছে। আমরা শ্রীলংকা দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেব এবং তাদের বোর্ডের সঙ্গে সম্পর্ক রেখেই কাজ করে যাব।' এর আগে গত ৯ সেপ্টেম্বর পাকিস্তান সফর থেকে নাম প্রত্যাহার করে নেন টি২০ অধিনায়ক লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, থিসারা পেরেরাসহ শীর্ষস্থানীয় ১০ ক্রিকেটার। ওয়ানডে অধিনায়ক দিমুথ করুনারত্নেও না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।