সংবাদ সংক্ষপে

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
সুব্রত কাপে কোয়ার্টার ফাইনালে বিকেএসপি ক্রীড়া প্রতিবেদক ভারতের দিলিস্নতে চলমান ঐতিহ্যবাহী সুব্রত কাপ ফুটবলের ছেলেদের অনূর্ধ্ব-১৭ বিভাগে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। বৃহস্পতিবার সকালে দিলিস্নর আম্বেদকার স্টেডিয়ামে গ্রম্নপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে বিকেএসপি ৩-০ গোলে হারিয়েছে স্থানীয় এনসিসি দলকে। গ্রম্নপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে বিকেএসপির প্রয়োজন ছিল ড্র। কিন্তু আগের ম্যাচগুলোয় প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসানো বিকেএসপির কিশোররা ড্র নয়, জিতেই নিশ্চিত করেছে শেষ আটে খেলা। গুরুত্বপূর্ণ এ ম্যাচে গোল করেছেন বিকেএসপির রাকিব ৩০ মিনিটে, তৌহিদুল ৪১ মিনিটে এবং তাহসিন ৫৮ মিনিটে। চার ম্যাচের চারটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে অপরাজিত থেকেই কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশের ছেলেরা। চার ম্যাচে বিকেএসপির ছেলেরা গোল করেছে ২৭টি। অর্থ সংকটে আফগান প্রিমিয়ার লিগ বন্ধ ক্রীড়া ডেস্ক এক আসর মাঠে গড়িয়েই বন্ধ হয়ে গেল আফগানিস্তান প্রিমিয়ার লিগ। টাকার সমস্যায় ২০১৯ সালের আসরটি আয়োজন সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ফলে এই টুর্নামেন্টের ভবিষ্যত পড়ে গেল শঙ্কায়। আফগান প্রিমিয়ার লিগের প্রধান বিনিয়োগকারী ছিল স্নিক্সার স্পোর্টস। কিন্তু গত আসরের (২০১৮) টাকাই এখনও শোধ করতে পারেনি তারা। ফলে আয়োজক পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে এ প্রতিষ্ঠানকে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড একই সঙ্গে এই লিগ চালিয়ে যাওয়াটাও ঝুঁকিপূর্ণ মনে করছে। কেননা সম্ভাব্য দুর্নীতির খবরও পাওয়া গেছে। স্নিক্সার স্পোর্টসের সঙ্গে জড়িত লোকরাই এমন কিছু ঘটাতে পারে বলে আশঙ্কা করছে আফগান বোর্ড। আফগানিস্তান প্রিমিয়ার লিগের প্রথম আসরটি বসেছিল গত বছরের অক্টোবরে শারজাহতে। যে আসরে চ্যাম্পিয়ন হয় বালখ লিজেন্ডস। আগামী মাসে টুর্নামেন্টের দ্বিতীয় আসর মাঠে গড়ানোর কথা ছিল। বিশ্বজুড়ে টি২০ টুর্নামেন্ট যেমন বেড়েছে, দেনা-পাওনা নিয়ে ঝামেলাও বেড়েছে সমানতালে। গত আগস্টে টাকার সমস্যায় বন্ধ হয়েছে ইউরো টি২০ স্স্ন্যাম। ২০১৮ সালের নভেম্বরে বন্ধ হয় ইউএই টি২০ এক্স। আগস্টে কানাডায় গেস্নাবাল টি২০ লিগেও আর্থিক টানাপোড়েনের খবর পাওয়া যায়। পাওনা না পাওয়ায় টরেন্টো ন্যাশনালস এবং মনট্রিল টাইগারের খেলোয়াড়রা প্রতিবাদস্বরূপ মাঠে যেতেই অস্বীকৃতি জানিয়েছিলেন। যে খবর প্রকাশ হয় বিশ্ব মিডিয়ায়। সর্বোচ্চ খরচের অনুমতি পেল বার্সেলোনা ক্রীড়া ডেস্ক গত মৌসুমের মতো এবারও লা লিগায় সর্বোচ্চ খরচের অনুমতি পেয়েছে বার্সেলোনা। শুধু তাই নয়, রিয়াল মাদ্রিদের চেয়ে ৩ কোটি ইউরো বেশি ব্যয় করতে পারবে দলটি। এবারের লা লিগায় বার্সা ৬৭ কোটি ১০ লাখ ইউরো খরচের সুযোগ পাবে, যা তাদের গত মৌসুমের চেয়ে ৩ কোটি ৮০ লাখ ইউরো বেশি। এদিকে এই তালিকায় দুইয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। দলটি খরচ করতে পারবে ৬৪ কোটি ১০ লাখ ইউরো।