আর্চারের তোপে লিড পেল ইংল্যান্ড

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ওভাল টেস্টের দ্বিতীয় দিনে একের পর এক উইকেট পাওয়ায় জোফরা আর্চারকে ঘিরে ইংল্যান্ডের খেলোয়াড়দের উচ্ছ্বাস। শেষ পর্যন্ত ইংলিশ এই পেসার ৬২ রানে তুলে নেন ৬ উইকেট -ওয়েবসাইট
ক্রীড়া ডেস্ক অ্যাশেজের শেষ অর্থাৎ ওভাল টেস্টের প্রথম দিন দাপট দেখিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় দিন বল হাতে আরও বেশি দাপট দেখাল ইংল্যান্ড। জোফরা আর্চারের ৬২ রানে ৬ উইকেট শিকারে প্রথম ইনিংসে ২২৫ রানে অলআউট হয়েছে সফরকারীরা। আর তাতে ৬৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে ইংল্যান্ড। দ্বিতীয় ইংনিংসে ২ উইকেটে ১১৭ রান তুলেছে তারা। ফলে ১৮৬ রানের লিড নিয়েছে ইংলিশরা। আগের দিনের সংগ্রহের সঙ্গে ২৩ রান যোগ করেই বাকি ২ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। তাতে তিনশ পেরোনো হয়নি দলটির। তারপরও ইংলিশরা পেয়েছে লিড, পেসার জোফরা আর্চারের নৈপুণ্যে। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৬ উইকেট শিকার করে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দেন তিনি। সতীর্থরা ব্যর্থ হলেও ফের ব্যাট হাতে আলো ছড়ান অজি তারকা স্টিভেন স্মিথ। ওভাল টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৯ রান তুলেছে স্বাগতিক ইংল্যান্ড। উইকেটে আছেন ররি বার্নস ৪ ও জো ডেনলি ১ রানে। আর্চারের আগুনে বোলিংয়ে প্রথম ইনিংসে ৬৯ রানের লিড পাওয়া জো রুটের দল সবমিলিয়ে এগিয়ে আছে ৭৮ রানে। দ্বিতীয় দিনের শুরুতে ইংলিশদের প্রথম ইনিংস শেষ হয় ২৯৪ রানে। প্রথম দিনের ৬৪ রান নিয়ে খেলতে নামা জস বাটলার ফেরেন ৯৮ বলে ৭০ রান করে। তার ইনিংসে ছিল ৭ চার ও ৩ ছয়। এরপর জ্যাক লিচকে বিদায় করে টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেটের স্বাদ নেন অজি অলরাউন্ডার মিচেল মার্শ। প্যাট কামিন্স পান ৩ উইকেট। জবাব দিতে নেমে শুরুতেই বিপদে পড়ে অস্ট্রেলিয়া। আর্চারের বলে ফিরেন ওয়ার্নার। আরেক ওপেনার হ্যারিসও ফেরেন এ পেসারের বলে। তৃতীয় উইকেটে মার্নাস লেবুশেন ও স্মিথ গড়েন ৬৯ রানের জুটি। ৪৮ রানে লেবুশেনকে ফিরিয়ে এই জুটিও ভাঙেন আর্চার। তবে এক প্রান্ত আগলে ঠিকই লড়াই চালিয়ে যান স্মিথ। যদিও তাকে কেউ দিতে পারেনি লম্বা সময় সঙ্গ। শেষ পর্যন্ত অবশ্য ব্যক্তিগত ৮০ রানে ক্রিস ওকসের একটি সোজা বলে লাইন মিস করে এলবিডবিস্নউয়ের ফাঁদে পড়ে ফেরেন স্মিথ। শেষ দিকে নাথান লায়ন ও পিটার সিডলের ৩৭ রানের জুটি কিছুটা কমায় ব্যবধান। তারপরও ইংল্যান্ড পেয়ে যায় লিড। যা দ্বিতীয় ইনিংসে যতটা সম্ভব বড় করতে চায় স্বাগতিকরা। আর্চার ৬২ রানে পান ৬টি উইকেট। স্মিথের গুরুত্বপূর্ণ উইকেটটি শিকার করেন ক্রিস ওকস। স্বাগতিকদের বাকি ৩ উইকেট দখল করেন স্যাম কারান।