সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বড় জয়ে শুরু জামালের ক্রীড়া প্রতিবেদক 'ওয়ালটন অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টে বড় জয়ে শুভসূচনা করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শনিবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে তারা ৫-০ গোলের ব্যবধানে হারায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে। ম্যাচে জোড়া গোল করেছেন বাঁধন। ১৩ মিনিটে রহমতগঞ্জের জালে বল পাঠিয়ে গোল উৎসবের সূচনা করেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের খেলোয়াড় বাঁধন (১-০)। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাব্বি (২-০)। ৪৯ মিনিটে মিরাজ হাওলাদার লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশ জনের দলে পরিণত হয় রহমতগঞ্জ। সুযোগটা কাজে লাগাতে ভুল করেনি প্রতিপক্ষের খেলোয়াড়রা। ৫৫ মিনিটে মিলন এক গোল করলে ৩-০ তে এগিয়ে যায় জামাল। ৬৫ মিনিটে আবারও গোল করেন বাঁধন (৪-০)। ম্যাচে এটি তার দ্বিতীয় গোল। ৮৩ মিনিটে রহমতগঞ্জের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন জিহান (৫-০)। আর এই গোলেই জয় নিশ্চিত হয় জামালের। আজ বিকাল ৪টায় শেখ রাসেলের বিপক্ষে খেলবে নোফেল স্পোর্টিং ক্লাব। পরের ম্যাচে মুক্তিযোদ্ধার প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। উজবেকিস্তানের কাছে হারল নারী হকি দল ক্রীড়া প্রতিবেদক ফলাফলটা অনুমেয়ই ছিল। নারী হকিতে এশিয়ার অন্যতম শক্তিশালী দল উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অনভিজ্ঞ মেয়েরা পারবে না সেটাই ছিল স্বাভাবিক। সিঙ্গাপুরে অনুষ্ঠিত এএইএফ কাপ অনূর্ধ্ব-২১ নারী হকির এই ম্যাচে শেষ পর্যন্ত উজবেকিস্তান জিতেছে ৬-০ গোলে। দুই দেশের নারী হকির পার্থক্যটা মাঠে দেখাল উজবেক মেয়েরা। শুরু থেকেই আধিপত্য। স্কিল আর গতিতে এগিয়ে থাকা উজবেকিস্তান গোলের খাতা খোলে দ্বিতীয় মিনিটেই। ১৫ মিনিটে দ্বিতীয় গোল করলে প্রথম কোয়ার্টারেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় টুর্নামেন্টের অন্যতম ফেভারিটরা। দ্বিতীয় কোয়ার্টারে আরও দুই গোল হয় ১৭ ও ৩০ মিনিটে। ৪-০ গোলে এগিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করা উজবেকিস্তানের মেয়েরা বাকি দুই গোল করে তৃতীয় ও শেষ কোয়ার্টারে। টুর্নামেন্টে এটি বাংলাদেশের মেয়েদের তৃতীয় হার। আগের তিন ম্যাচের দুটি হেরেছিল সিঙ্গাপুর ও হংকংয়ের কাছে। একটি ম্যাচ জিতেছিল শ্রীলংকার বিরুদ্ধে। সেটা ছিল আন্তর্জাতিক নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়। আজ রোববার বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে চাইনিজ তাইপের বিরুদ্ধে। প্রথম চার ম্যাচের তিনটি হারায় বাংলাদেশের মেেেয়দের বিদায় নিশ্চিত। শেষ ম্যাচটা এখন শুধুই আনুষ্ঠানিকতা। ৬ জাতির এই টুর্নামেন্ট থেকে শীর্ষ দুটি দল পাবে আগামী নারী জুনিয়র এশিয়া কাপে খেলার সুযোগ। পাকিস্তানের অধিনায়ক সরফরাজ ক্রীড়া ডেস্ক অধিনায়ক বদলের গুঞ্জন ছিল পাকিস্তানের ক্রিকেটে। যদিও নতুন প্রধান কোচ ও নির্বাচক মিসবাহ-উল-হকের অধীনে ঢেলে সাজানো পাকিস্তানের অধিনায়ক থাকছেন সরফরাজ আহমেদই। তার ডেপুটি করা হয়েছে বাবর আজমকে। বিশ্বকাপ ব্যর্থতার পর কোচ মিকি আর্থারের সঙ্গে চুক্তি বাড়ায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর্থারের বিদায়ের পর কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্ব দেয়া হয়েছে মিসবাহকে। নতুন করে দল সাজানোর অংশ হিসেবে সরফরাজ আহমেদকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়ার গুঞ্জন ছিল। যদিও পিসিবি ও মিসবাহ আস্থা রাখছেন এই উইকেটরক্ষকের ওপর। শ্রীলংকার বিপক্ষে সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন তিনি।