প্রিমিয়ার লিগে ভেনু্য কমানোর পরিকল্পনা

প্রিমিয়ার লিগ ফুটবল দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর। অথচ ১১টা মৌসুম পার হলেও এই টুর্নামেন্টের একটি নির্দিষ্ট কাঠামো দাঁড় করাতে পারেনি ফেডারেশন। তাইতো প্রতিবারই লিগ শুরুর আগে এ নিয়ে দেখা দেয় জটিলতা

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
আগামী বছর জাতীয় দল ও ঘরোয়া লিগের ব্যস্ত শিডিউল থাকায়, প্রিমিয়ার লিগ ফুটবলে ভেনু্যর সংখ্যা কমানোর পরিকল্পনা করছে বাফুফে। সে ক্ষেত্রে ভেনু্য নির্বাচনে অগ্রাধিকার দেয়া হবে ঢাকার আশপাশের মাঠগুলোকে। জানিয়েছেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী। তবে ফেডারেশনের এমন দাবি মানতে নারাজ ক্লাবগুলো। তারা বলছে ২০১৮-১৯ মৌসুমের ন্যায়ই, নিজেদের হোম ভেনু্যতেই খেলতে চান তারা। প্রিমিয়ার লিগ ফুটবল দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর। অথচ ১১টা মৌসুম পার হলেও এই টুর্নামেন্টের একটি নির্দিষ্ট কাঠামো দাঁড় করাতে পারেনি ফেডারেশন। তাইতো প্রতিবারই লিগ শুরুর আগে এ নিয়ে দেখা দেয় জটিলতা। ২০২০ সালের জানুয়ারির মাঝামাঝি মাঠে গড়াচ্ছে বিপিএলের ১২তম আসর। তবে বিশ্বকাপ বাছাইসহ বেশ কয়েকটি ইভেন্ট থাকায় ব্যস্ত থাকবে জাতীয় দল। এছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্যস্ত থাকবে বঙ্গবন্ধু স্টেডিয়ামও। হবে মাঠের সংস্কার কাজ। তাইতো কমলাপুর ও আর্মি স্টেডিয়ামকে প্রিমিয়ার লিগের নতুন ভেনু্য হিসেবে নির্বাচন করার পরিকল্পনা বাফুফের। এখানেই শেষ নয়, দূরত্ব কমাতে বসুন্ধরা কিংসের হোম ভেনু্য নীলফামারী, গোপালগঞ্জের স্টেডিয়ামকে বাদ দেয়ার পরিকল্পনা করছে ফেডারেশন। সে ক্ষেত্রে কুমিলস্না, গাজীপুর ও নরসিংদী স্টেডিয়ামকে প্রস্তুত করা হতে পারে প্রিমিয়ার লিগের ম্যাচের জন্য। তবে বাফুফের নেয়া এমন পরিকল্পনায় নড়েচড়ে বসেছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তারা বলছে যে কোনো কিছুর বিনিময়েও হোম ভেনু্য হিসেবে রাখা হোক নীলফামারীকে। এমনকি নিম্নমানের টার্ফে খেলোয়াড়দের ইনজুরি শঙ্কা থাকায় আপত্তি আছে কমলাপুর স্টেডিয়ামকে নিয়েও। এছাড়া এএফসি কাপের জন্য দলবদলের বাধ্যবাধকতা থাকায় প্রিমিয়ার লিগের দলবদলের তারিখ এগিয়ে আনার আহ্বান কিংস কর্তৃপক্ষের। যে বিষয়ে সিদ্ধান্ত আসবে আগামী সপ্তাহের পেশাদার লিগ কমিটির সভায়।