ভারত ও শ্রীলংকায় যাচ্ছেন তরুণ ক্রিকেটাররা

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ ক্রিকেট দল যখন আফগানিস্তানের কাছে নাকানিচুবানি খাচ্ছিল, তখন ঢাকায় সংবাদ মাধ্যমে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, দেশের পাইপলাইনে এখন রয়েছে অনেক খেলোয়াড়। তাদের যথাযথ সুযোগ দেয়ার অপেক্ষায় আছে বিসিবি। সে মোতাবেক এইচপি ও 'এ' দলের ক্রিকেটারদের খেলার মধ্যেই রাখার পরিকল্পনা করেছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা বিসিবি। তাই তো দুইদিনের ব্যবধানে ভিন্ন দুই দেশে খেলতে যাবে এইচপির সিংহভাগ ক্রিকেটার নিয়ে গড়া অনূর্ধ্ব-২৩ এবং বাংলাদেশ 'এ' দল। অনূর্ধ্ব-২৩ দলের প্রতিনিধিত্ব করতে সাঈফ হাসান, নাজমুল হোসেন শান্ত, নাইম শেখ আর ইয়াসির রাব্বিরা যাবেন ভারতে। নাজমুল শান্তর নেতৃত্বে আগামী মঙ্গলবার বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ভারত যাবে পাঁচটি একদিনের ম্যাচ খেলতে। জানা গেছে, এইচপি ও ইমার্জিং দলটির প্রায় পুরো বহরই থাকছে সেই বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলে। আর 'এ' দল দুটি চার দিনের ম্যাচ ও দুটি টি২০ খেলতে শ্রীলংকা যাবে আগামী বুধবার। নির্ভরযোগ্য সূত্রের খবর, চার দিনের ম্যাচ দুটিতে 'এ' দলের নেতৃত্ব দেবেন মুমিনুল হক। আর টি২০'র জন্য হয়তো পৃথক অধিনায়ক বাছাই করা হবে। শিগগিরই এ দুই সফরের দল ঘোষণা করবে বিসিবি। তার মানে এ মুহূর্তে জাতীয় দলের কেউ অফ ফর্ম বা ইনজুরির কারণে বাইরে চলে গেলে এইচপি থেকে কোনো তরুণের পক্ষে তাকে রিপেস্নস করা সম্ভব না। সে ক্ষেত্রে আগে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন, এমন কাউকেই দেখা যেতে পারে।