টেস্টেও ম্যাকেঞ্জিকে চায় বিসিবি

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে এক বছর পার করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার নিল ম্যাকেঞ্জি। ওয়ানডে, টি২০তে তার কাজে খুশি হয়ে চুক্তির মেয়াদ বাড়িয়েছে বিসিবি। এখন টেস্টেও তাকে কোচ করার কথা ভাবছে বোর্ড। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন রোববার সংবাদমাধ্যমকে বলেছেন, 'আমরা চাচ্ছি, কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। তবে আমরা আশা করছি যে, হয়তো হবে (টেস্টের ব্যাটিং কোচ)। যদি না হয় তাহলে আমরা অন্য কাউকে খুঁজে নেব।' গত বছর জুলাইয়ে ওয়ানডে ও টি২০ অর্থাৎ সাদা বলের ক্রিকেটের জন্য কোচ হিসেবে বিসিবির সঙ্গে খন্ডকালীন চুক্তি হয় ম্যাকেঞ্জির। এই সময়ে দারুণ কাজ করে ব্যাটসম্যানদের পছন্দের একজন হয়ে উঠেছেন তিনি। যে কারণে বিসিবি তাকে সাদা বলের পাশাপাশি লাল বলেও চায় পুরো সময়ের জন্য। খেলোয়াড়ি জীবন শেষে খুব বেশিদিন হয়নি কোচিংয়ে জড়িয়েছেন ম্যাকেঞ্জি। ২০১৬ সালের ফেব্রম্নয়ারিতে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচের দায়িত্ব পান। গত বছর বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সময়ও ছিলেন প্রোটিয়াদের ব্যাটিং কোচ।