পঞ্চম হয়ে দেশে ফিরছে নারী হকি দল

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
জুনিয়র এশিয়া কাপ নারী হকিতে পঞ্চম হওয়া বাংলাদেশ দলের সদস্যরা -ওয়েবসাইট
এয়ার এশিয়া ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকিতে পঞ্চম হয়েছে বাংলাদেশ। নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে চাইনিজ তাইপের কাছে ৪-২ গোলে হেরে মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব ২১ নারী হকি দল। রোববার সেংক্যাং স্টেডিয়ামে ১১ মিনিটে জুরাইয়া ফেরদৌস জয়িতার পেনাল্টি কর্ণারে সমতায় ফেরে বাংলাদেশ। ৩২ মিনিটে জুরাইয়া ফেরদৌস জয়িতার পেনাল্টি কর্নারে আরো এক গোল শোধ দেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪-২-এর হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। সিঙ্গাপুরের এই আসরে পাঁচ ম্যাচে একটি জয় ও চারটিতে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের কাছে ৩-০ গোলে হেরেছিল। দ্বিতীয় ম্যাচে শ্রীলংকাকে ২-০ গোলে হারিয়ে আন্তর্জাতিক অঙ্গনে মেয়েরা প্রথম জয়ের রেকর্ড গড়েছিল। তবে শেষ তিনটি ম্যাচে জয়ের ধারাবাহিকতা থাকেনি। হংকংয়ের কাছে ১-০, উজবেকিস্তানের কাছে ৬-০, আর তাইপের কাছে ৪-২ গোলে হারলো বাংলাদেশ। আজ সোমবার সন্ধ্যা ৬টায় ঢাকা পৌঁছবে বাংলাদেশ নারী হকি দল।