লিভারপুলের জয়, ম্যানসিটির হার

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
রোববার ওভাল টেস্টের চতুর্থ দিনের শুরুতে ডেভিড ওয়ার্নারকে আউট করার পর যেন ডানামেলে উড়তে চাইলেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড -ওয়েবসাইট
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতের প্রথম ম্যাচে লিভারপুল জিতলেও হার মেনেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। আর তাতে অলরেডদের চেয়ে ৫ পয়েন্ট পেছনে পড়ে গেছে পেপ গার্দিওলার দল। এখন পর্যন্ত লিগের পাঁচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে লিভারপুল, দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির অর্জন ১০ পয়েন্ট। প্রিমিয়ার লিগের টানা দুইবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি পুঁচকে নরউইচ সিটির মাঠে ৩-২ গোলে প্রথম হারের তেতো স্বাদ পেয়েছে। আর তাতে নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলের ঘুরে দাঁড়ানো জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার জয়গাটাকে আরো শক্ত জায়গা করেছে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। আর তিন ম্যাচ পর লিগে জয়ের ধারায় ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। লেস্টার সিটিকে তারা হারিয়েছে ১-০ গোলে। টমি আব্রাহামের হ্যাটট্রিকে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মাঠ থেকে ৫-২ গোলের দারুণ এক জয় নিয়ে ফিরেছে চেলসি। নিজেদের মাঠে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে টটেনহাম হটস্পার। লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে মাত্র ৭ মিনিটে স্বাগতিকদের নিস্তব্ধ করে দেয় নিউক্যাসেল। জেট্রো উইলেমসের গোলে পিছিয়ে পড়ে অলরেডরা। কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়ায় লিভারপুল। এর আগে ঘরের মাঠে চারটি লিগ ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েও জিতেছিল অলরেডরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। ২৮ ও ৪০ মিনিটে সাদিও মানের জোড়া গোলে এগিয়ে যায় লিভারপুল। তাতে টানা ১৪ লিগ ম্যাচে একটি বা তার বেশি গোলের রেকর্ড স্পর্শ করে তারা, যা ২০০১ সালে গড়েছিল ম্যানচেস্টার সিটি। ৭২ মিনিটে তাদের তৃতীয় গোল করেন মোহাম্মদ সালাহ। এদিকে প্রতিপক্ষের মাঠে টানা ৯ ম্যাচের জয়রথ থামলো ম্যানসিটির। ১৮ মিনিটে কেনি ম্যাকলিনের গোলে এগিয়ে যায় নরউইচ। ১০ মিনিট পর টড ক্যান্টওয়েল দ্বিতীয় গোল করে ম্যানসিটির দুঃখ আরও বাড়িয়ে দেন। যদিও বিরতিতে যাওয়ার আগে সের্হিয়ো আগুয়েরোর গোল কিছুটা স্বস্তি ফেরায় তাদের মনে। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে টিমু পুক্কি ৩-১ গোলে এগিয়ে দেন নরউইচকে। রদ্রি ৮৮ মিনিটে দ্বিতীয় গোল করে ম্যাচে উত্তেজনা ফেরালেও হার এড়াতে পারেনি ম্যানসিটি। অন্যদিকে চেলসিকে হারিয়ে লিগ শুরু করা ম্যানচেস্টার দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে। আগের তিন ম্যাচে একটি হার ও দুটি ড্রয়ের পর তারা জিতেছে মার্কাসর্ যাশফোর্ডের একমাত্র গোলে। রাতের আরেক ম্যাচে টমি আব্রাহামের হ্যাটট্রিকে দ্বিতীয় জয় পেয়েছে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের চেলসি। আরও একটি গোল করেন এই ফরোয়ার্ড, কিন্তু নিজের দলের জালে। বস্নুজদের হয়ে অন্য দুটি গোল ফিকায়ো টোমোরি ও ম্যাসন মাউন্টের। আর সন হিউং মিনের জোড়া গোলে ক্রিস্টাল প্যালেসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে টটেনহাম হটস্পার।