পয়েন্ট হারাল আর্সেনাল

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
হতাশার বৃত্তে আটকে রইল আর্সেনাল। টানা দুই জয়ে লিগ শুরু করা উমাই এমরির দল এগিয়ে গিয়েও থাকল জয়বিহীন। দারুণ ছন্দে থাকা পিয়েরে-এমরিক আউবামেয়াংয়ের নৈপুণ্যে বিরতির আগেই দুই গোলে এগিয়ে যায় আর্সেনাল। দ্বিতীয়ার্ধে রক্ষণের ভুলে দুই গোল হজম করে টানা দ্বিতীয় ড্র নিয়ে মাঠ ছাড়ল গানাররা। ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতে ওয়াটফোর্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করে আবারও পয়েন্ট হারাল আর্সেনাল। প্রতিপক্ষের মাঠে খেলার প্রথমার্ধে দারুণ ছন্দে ছিলেন পিয়েরে-এমরিক অবামেয়াং। ২১তম মিনিটে অতিথিদের প্রথম গোল এনে দেন আউবামেয়াং। ডি-বক্সের ভেতরে সেয়াদ কোলাশিনাচের পাস থেকে বল পেয়ে সোজাসুজি নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন গ্যাবনের এই ফরোয়ার্ড। ৯ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আউবামেয়াং। এইন্সলি মেইটল্যান্ড-নাইলসের আড়াআড়ি পাসে বল পেয়ে ছোট ডি-বক্সের ওপর থেকে টোকা দিয়ে বল জালে পাঠান গত মৌসুমে যৌথভাবে লিগের সর্বোচ্চ গোলদাতা। দ্বিতীয়ার্ধের শুরুতেই রক্ষণের ভুলে গোল হজম করে আর্সেনাল। গোলরক্ষক বার্নড লেনো বল ধরে ছোট করে পাস দেন ডানদিকে থাকা সক্রাতিস পাপাস্তাথোপুলসকে। পাপাস্তাথোপুলসের ভুল পাস থেকে বল পেয়ে সতীর্থ টম ক্লেভারলিকে পাস দেন জেরার্দ দেউলোফেউ। ১৫ গজ দূর থেকে সহজেই লক্ষভেদ করেন ক্লেভারলি। ৮১তম মিনিটে ডি-বক্সের ভেতরে ডেভিড লুইস রবের্ত পেরেইরাকে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পট কিক থেকে নিজেই লক্ষ্যভেদ করেন পেরেইরা। টানা দুই জয়ে লিগ শুরু করা আর্সেনাল এই নিয়ে টানা তিন ম্যাচে জয় শূন্য রইল। পাঁচ ম্যাচে দুই জয় ও দুই ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে আছে তারা। শনিবার অ্যানফিল্ডে নিউক্যাসল ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারানো লিভারপুল পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে।