রিয়ালের বিপক্ষে নেই নেইমার-এমবাপে

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এমবাপে-নেইমারকে পাচ্ছে না পিএসজি - ওয়েবসাইট
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে বুধবারই প্রথমবার মাঠের লড়াই শুরু করতে যাচ্ছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। কিন্তু এই ম্যাচে ফরাসি ক্লাবটি তাদের আক্রমণভাগের দুই সেরা খেলোয়াড় নেইমার ও কিলিয়ান এমবাপেকে পাচ্ছে না। নেইমার চ্যাম্পিয়ন্স লিগেরে গত মৌসুমে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন। যে কারণে আগামী বুধবার তাকে পাচ্ছে না পিএসজি। আর চোটের কারণে খেলতে পারবেন না এমবাপে। গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসন্তোষ প্রকাশ করেছিলেন নেইমার। যার জেরে তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করে উয়েফা। যদিও দুইদিন আগেই চলতি মৌসুমে লিগ ওয়ানের ম্যাচ দিয়ে নতুন করে পিএসজির জার্সিতে পথচলা শুরু করেছেন নেইমার। ওই ম্যাচে অবশ্য একটি গোলও করেছিলেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগেও প্রতিপক্ষের জাল কাঁপাতে চান তিনি। কিন্তু আপাতত এই টুর্নামেন্টে তিন ম্যাচ মাঠে নামতে পারবেন ব্রজিলের এই ফরোয়ার্ড। নিশ্চয় তার অভাবটা বেশ টের পাবে ফরাসি ক্লাবটি। অন্যদিকে, সপ্তাহ দুয়েক আগে তুলুজের বিপক্ষে চোটে পড়েন এমবাপে। আলাদাভাবে অনুশীলনে ফিরলেও রিয়াল মাদ্রিদের বিপক্ষে আগামী বুধবার মাঠে নামতে পারবেন না তিনি। পিএসজির সমস্যা আছে আরও। আরেক স্ট্রাইকার এডিনসন কাভানিও এখন পর্যন্ত সেরে ওঠেননি। ইন্টার মিলান থেকে ধারে দলে টানা মাউরো ইকার্দিও শুরুর একাদশে থাকবেন কিনা নিশ্চিত নয়। জুলিয়ানান ড্রাক্সলার ও থিলো কেহরারও সাইডলাইনে। এই ম্যাচেই রিয়ালের বিপক্ষে অভিষেক হতে পারে তাদের সাবেক গোলকিপার কেইলর নাভাসের। স্বস্তিতে নেই রিয়াল মাদ্রিদও। ফরোয়ার্ডে ইডেন হ্যাজার্ড, হামেস রদ্রিগেজ ও ব্রাহিম ডিয়াজ পুরোপুরি সুস্থ হলেও কোচ জিনেদিন জিদানের চিন্তায় ডিফেন্স ও মাঝমাঠ। নিষেধাজ্ঞার কারণে পিএসজির বিপক্ষে ম্যাচে নামতে পারবেন না সার্জিও রামোস এবং নাচো। রক্ষনে রাফায়েল ভারানের সঙ্গে ভরসা কেবল এডার মিলিটাও। যদিও এই দুই জন মাত্র ৩০ মিনিট একসঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে। তাইতো চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচের আগে স্বস্তিতে নেই রিয়াল মাদিদ্রের কোজ জিদান। কেননা নিষেধাজ্ঞার কারণে পিএসজি ম্যাচে নামতে পারবেন না সার্জিও রামোসও নাচোকে। এছাড়া চলতি মৌসুমে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে রিয়াল। কোনো ম্যাচেই গোলবার অক্ষত রাখতে পারেনি লস বস্নাঙ্কোসরা। চার ম্যাচে ছয় গোল হজম করেছে স্প্যানিশ জায়ান্টরা। আর এটাই পিএসজির বিপক্ষে বেশি করে ভাবাচ্ছে জিদানকে।