নেইমার-এমবাপেকে সতর্ক বার্তা!

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া ডেস্ক ১৩ বারের ইউরোপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তাও আবার নেইমার ও কিলিয়ান এমবাপেকে ছাড়া। দুর্দান্ত এই জয়ের পর কোচ থমাস টুখেল দৃঢ় কণ্ঠে জানিয়ে দিলেন, ফেরার পর জায়গা ধরে রাখতে সামর্থ্যের প্রমাণ দিতে হবে দুই ফরোয়ার্ডকে। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ নিষিদ্ধ থাকায় খেলতে পারেননি নেইমার, চোটের কারণে ছিলেন না এমবাপে। চোট নিয়ে মাঠের বাইরে ছিলেন এডিসন কাভানি। আক্রমণভাগের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়া এই ম্যাচে বেশ নিখুঁত জয় পেয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। তাদের শূন্যতা টের পেতে দেননি খেলোয়াড়রা। পিএসজির কোচ টুখেল বলেছেন, 'আমি পুরো দলকে নিয়ে খুব খুশি। কারণ এটা সত্যিই কঠিন ছিল, অনেক সুযোগ পেয়েছিলাম আমরা। কিন্তু কিছু সময় রিয়ালের কাছে আমরাও ভুগেছি। অবশ্য আমরা সুগঠিত ছিলাম, আগ্রাসীও। সত্যিই, এটা ছিল পরিপূর্ণ পারফরম্যান্স।' এদিকে খেলা দেখতে পার্ক দি প্রিন্সেসের গ্যালারিতে ছিলেন নেইমার ও এমবাপে। তাদের দুজনকে উদ্দেশ্য করে টুখেল বলেছেন, 'এমবাপে ও নেইমার ম্যাচটা দেখেছে। অন্যরা ফেরার পর যা করে, তাদেরও সেটা করতে হবে। আজ এটা প্রমাণ হলো, আমাদের তারকাদের ছাড়াই আমরা ভালো একটা দল তৈরি করতে পারি। এটা সত্যিই গুরুত্বপূর্ণ ব্যাপার। এই দল নিয়ে আমরা খুব খুশি।'