পাকিস্তান সফরে যাবে অস্ট্রেলিয়া!

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া ডেস্ক শ্রীলংকার পাকিস্তান সফর আটকে আছে সন্ত্রাসী হামলার হুমকির গঁ্যাড়াকলে। তবে দুদলই সীমিত ওভারের সিরিজ আয়োজনের ব্যাপারে আশাবাদী। তারপরও অদৃশ্য একটা 'কিন্তু' কাজ করছে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের মধ্যে। এই ডামাডোলের মাঝে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর নিয়ে নানা খবর ছড়িয়ে পড়ছে গণমাধ্যমে। খবরটা কোনো গুঞ্জন নয়। সত্যি সত্যি পাকিস্তান সফরে যেতে চায় অস্ট্রেলিয়া। খবরটা নিশ্চিত করলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী কেভিন রবার্টস। অস্ট্রেলিয়া মনেপ্রাণেই চাচ্ছে পাকিস্তানের সঙ্গে চমৎকার ক্রিকেটীয় সম্পর্কটা অটুট থাকুক। দেশটিতে ফিরুক আন্তর্জাতিক ক্রিকেট। সেই লক্ষ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পাকিস্তান সফরের ব্যাপারে চিন্তাভাবনা করছে অস্ট্রেলিয়া। তবে সেটা এখনই নয়। ২০২২ সালের আগে অন্তত নয়। কারণ আইসিসির ফিউচার টু্যর প্রোগ্রাম অনুযায়ী ২০২২ সালের আগে তাদের পাকিস্তান সফরের কোনো সূচি নেই। তবে সফরের সিদ্ধান্ত নেয়ার আগে ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি সবার ওপরে রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এ ব্যাপারে খুবই সতর্ক কেভিন রবার্টস। এক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয় তারা। নিবে না কোনো ধরনের ঝুঁকি। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সিএ এর কর্তাব্যক্তিরা পাকিস্তান সফর করেছেন চলতি সপ্তাহে। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা পরখ করে দেখতেই তাদের এ সিদ্ধান্ত। সফর শেষে পাকিস্তানের নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট কেভিন রবার্টস ও সিএর ইন্টেগ্রিটি ও সিকিউরিটি প্রধান শন ক্যারল। দুজনে এখন সফর নিয়ে রিপোর্ট জমা দেবেন ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে। সঙ্গে দলের ভবিষ্যৎ পাকিস্তান সফরে করণীয় বিষয়সমূহ নিয়ে সুপারিশ করবেন তারা।