শিরোপা জয়ের আশা শফিউলের

'আমাদের প্রস্তুতি ভালো। শনিবারের ম্যাচটা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। আমরা ভালো খেলে জিততে পারলে আত্মবিশ্বাস বাড়বে। এই জয়ের অভ্যাসটা আমাদের ফাইনাল খেলতে অনেক সাহায্য করবে।' - শফিউল ইসলাম

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
ত্রিদেশীয় টি২০ সিরিজের ফাইনালে রশিদ খানের দলেরই মুখোমুখি হতে হবে সাকিবদের। তার আগে গ্রম্নপপর্বে লড়াইয়ে আফগানদের হারাতে পারাটা হবে মনস্তাত্ত্বিক দিক থেকে এগিয়ে যাওয়া। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান তা ভালোভাবেই জানেন। তাইতো জয়ের সুরই ঝরেছে টাইগার অধিনায়কের কণ্ঠে, 'পরের ম্যাচটা জিততে পারলে ফাইনালে যাওয়ার আগে তা মানসিকভাবে আমাদের এগিয়ে দেবে। টি২০তে এটি গুরুত্বপূর্ণ।' আফগানদের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলন শেষে টাইগার পেসার শফিউল ইসলাম জানালেন আফগানিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়েই ফাইনালে নামতে চায় টিম বাংলাদেশ। ফাইনালের আগে আত্মবিশ্বাস যোগাতে এই ম্যাচ স্বাগতিকরা জয়ের বিকল্প দেখছে না। ত্রিদেশীয় সিরিজে জিততে চান শিরোপা। আফগানিস্তানকে হারানো কষ্টকর হলেও শফিউল আশাবাদী তাদের ফাইনালে হারানোর ব্যাপারে। এর জন্য নিজেদের ভুলগুলো শুধরে শতভাগ দিতে হবে বলে উলেস্নখ করেন তিনি। সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানের কাছে হারের পর জিম্বাবুয়েকে ৩৯ রানে হারাতে ব্যাটে বলে দুর্দান্ত ছিল বাংলাদেশ। সেই ধারা অব্যাহত রেখে আফগানিস্তানের বিপক্ষে জয়খরা কাটাতে চায় স্বাগতিকরা। ফাইনালের প্রস্তুতিটা তাতে বেশ ভালোই হবে সাকিবদের জন্য। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বললেন জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেট নেয়া শফিউল ফাইনালের আগে এই ম্যাচকে ভালো প্রস্তুতি হিসেবেই দেখছেন, 'আমাদের প্রস্তুতি ভালো। শনিবারের ম্যাচটা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। আমরা ভালো খেলে জিততে পারলে আত্মবিশ্বাস বাড়বে। এই জয়ের অভ্যাসটা আমাদের ফাইনাল খেলতে অনেক সাহায্য করবে।' আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার মুখোমুখি হয়ে জিতেছিল বাংলাদেশ। কিন্তু এরপর টানা চার ম্যাচ হেরেছে তারা। রশিদ খানদের বোলিং আক্রমণে কোনোবার বেশি সুবিধা করতে পারেননি ব্যাটসম্যানরা। কোথায় ভুল হচ্ছে, সেগুলো খুঁজে বের করে শিখতে হবে মনে করেন শফিউল, 'আমরা যদি আমাদের ভুলগুলো শুধরাতে পারি এবং নিজেদের কাজটা ঠিকমতো করে শতভাগ দিতে পারি তাহলে ওদের হারানো সম্ভব।' যে কোনো উইকেটেই আফগানিস্তানের রিস্ট স্পিনাররা ভয়ঙ্কর। টার্নিং উইকেট পেলে তো প্রতিপক্ষকে আরও চেপে ধরে। তাই বাংলাদেশকে স্পোর্টিং উইকেটের দিকেই ঝুঁকতে হচ্ছে। এ ক্ষেত্রে পেসারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বললেন শফিউল, 'বোলিং আক্রমণে কাদের প্রাধান্য থাকবে, এটা টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে। পেসাররা খেলুক বা স্পিনাররা, পরিকল্পনা বাস্তবায়ন করা সবারই দায়িত্ব। সবার উচিত হবে নিজের শক্তির জায়গায় থেকে ঠিক জায়গায় বল করা। তাহলেই আফগানিস্তানের ব্যাটসম্যানদের আটকে রাখা সম্ভব হবে।'