৫ ধাপ পেছাল বাংলাদেশ

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া ডেস্ক সবশেষ প্রকাশিত ফিফার্ যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। ২০২০ উয়েফা ইউরোর বাছাইপর্বে স্যান ম্যারিনো ও স্কটল্যান্ড দুই দলকেই ৪-০ গোলে হারানোর সুফল হিসেবে এক নম্বর স্থানটা নিজেদের অধিকারে রেখেছে ইডেন হ্যাজার্ডের দল। এদিকের্ যাংকিংয়ের অবনতি হয়েছে বাংলাদেশের। ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইপর্বে আফগানিস্তানের কাছে হেরে যাওয়ায় পাঁচ ধাপ নেমে যৌথভাবে ১৮৭ নম্বরে অবস্থান করছে লাল-সবুজের প্রতিনিধিরা। চলতি মাসের শুরুতে আন্তর্জাতিক সূচিতে মাঠে গড়ানো ৭৮টি প্রীতি ম্যাচ, মহাদেশীয় বাছাইপর্বের ৭৪টি ম্যাচ এবং বিশ্বকাপ বাছাইপর্বের ৬০টি ম্যাচের ফলের ভিত্তিতে বৃহস্পতিবার নতুনর্ যাংকিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।র্ যাংকিংয়ের সেরা দশে বেশ কিছু অদল-বদল ঘটেছে। তবে নতুন করে কোনো দল সেখানে জায়গা করে নিতে পারেনি। এক ধাপ পিছিয়ে তিনে নেমে গেছে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। দুই নম্বরে উঠে এসেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। আগের চার নম্বর স্থানেই রয়েছে ইংল্যান্ড। পর্তুগাল উঠে এসেছে পাঁচে। উরুগুয়ে নেমে গেছে ছয়ে। দুই ধাপ এগিয়ে স্পেন দখল করেছে সপ্তম স্থান। ক্রোয়েশিয়া ও কলম্বিয়া রয়েছে যথাক্রমে আটে ও নয়ে। নড়চড় হয়নি দশ নম্বরে থাকা আর্জেন্টিনার র?্যাংকিং। উত্তর আমেরিকা অঞ্চলের শীর্ষ দল মেক্সিকো।র্ যাংকিংয়েন ১২তম স্থান তাদের দখলে। তিন ধাপ এগিয়ে আসা নেদারল্যান্ডস রয়েছে পরের অবস্থানে। সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ও জার্মানি রয়েছে যথাক্রমে ১৫ ও ১৬ নম্বরে। আফ্রিকার দলগুলোর মধ্যে সবার উপরে আছে সেনেগাল, ২০ নম্বরে।র্ যাংকিংয়ে এশিয়ার সেরা ইরানের অবস্থান ২৩তম। আর দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে ভারত। তারা রয়েছের্ যাংকিংয়েরে ১০৪ নম্বরে। এরপর মালদ্বীপ ১৫৩তম, নেপাল ১৬১তম ও ভুটান ১৮৫তম স্থান দখল করেছে। বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে কেবল শ্রীলংকা (২০২) ও পাকিস্তান (২০৩)।