গুজব ছড়ানোয় বিরক্ত আফিফ

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া ডেস্ক দেড় বছরের বিরতি দিয়ে ফের ফিরেছেন জাতীয় দলের টি২০ স্কোয়াডে। চলতি ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামারও সুযোগ পেয়ে যান আফিফ হোসেন ধ্রম্নব। শুধু তাই নয়, দলের বিপদে ব্যাট হাতে এ বাঁহাতি তুলেন ঝড়। অসাধারণ এক ইনিংস খেলে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের ৩ উইকেটের অবিশ্বাস্য জয়ও এনে দেন খুলনার এ ক্রিকেটার। তাতে দারুণ খুশি এ তরুণ। সে রেশ কাটতে না কাটতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিয়ে সম্পর্কে ভুলভাল ও অসত্য তথ্য প্রকাশ হয়। এমন খবরে বিরক্ত আফিফ। শেষ পর্যন্ত বাধ্য হয়েই এ তরুণ সবার প্রতি অনুরোধ করেছেন, 'আমি বিবাহিত, এমন গুজব ছড়ানো বন্ধ করুন।' আফিফ নিজেও জানেন না তিনি বিবাহিত। কিন্তু কিছু নিচু মনের মানুষ এমন সস্তা খবর প্রচার করে বেড়াচ্ছে। যা থেকে তাদেরকে বিরত হওয়ার অনুরোধ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আফিফ লিখেছেন, 'আমি বিবাহিত, এমন গুজব ছড়ানো বন্ধ করুন। আমি নিজেও জানি না যে কবে বিয়ে করলাম অথচ কিছু নিচু মনের মানুষ এসব সস্তা খবর প্রচার করে বেড়াচ্ছে। দয়া করে, কোনো কিছু না জেনে ভুয়া খবর ছাপানো বন্ধ করুন। অন্যথায় আমি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবো। সবাইকে ধন্যবাদ।' এর আগে গত বুধবার আফিফ নিজেই জানিয়েছিলেন নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে কিছু জটিলতা দেখা দিয়েছে। যে কারণে ব্যবহার করতে পারছেন না। ফলে তার নামে কেউ যদি ফেসবুক আইডি খুলে ব্যবহার করতে থাকে, তাহলে সেটি নিশ্চয়ই ভুয়া। তাই এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে অনুরোধ করেছিলেন এ ক্রিকেটার।