আবুধাবি টি-টেন লিগে বাংলাদেশের দল

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া ডেস্ক ২০১৭ সালে প্রথম আসরেই সাড়া ফেলেছিল আবুধাবি টি-টেন লিগ। ১০ ওভারের এই টুর্নামেন্টের উত্তেজনা আরও ছড়িয়েছে গত বছর। এবার সেই উত্তেজনা বাংলাদেশে ছড়িয়ে দিতে আয়োজকরা প্রতিযোগিতায় যোগ করেছে নতুন দল 'বাংলা টাইগার্স'। যেখানে বাংলাদেশের তারকা ক্রিকেটারদের মিলনমেলার প্রত্যাশা বাংলাদেশি মালিকানার দলটির। আগামী ১৪ নভেম্বর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে ২০১৯ সালের টি-টেন লিগ। ১০ দিনের এই প্রতিযোগিতার ফাইনাল হবে ২৪ নভেম্বর। টি-টেন প্রতিযোগিতায় নতুন এই দলটির মালিক ইয়াসিন চৌধুরী ও সিরাজউদ্দিন আলম। সংযুক্ত আরব আমিরাতে প্রচুর প্রবাসী বাংলাদেশি থাকায় সুযোগটা নিয়েছেন তারা। তাছাড়া বাংলাদেশের মানুষদের ক্রিকেটের প্রতি ভালোবাসাও বড় প্রভাবক হিসেবে কাজ করেছে 'বাংলা টাইগার্স' দল গঠন করার পথে। আবুধাবির টুর্নামেন্টের আয়োজকরাও বাংলাদেশের মানুষের ক্রিকেটের প্রতি ভালোবাসার বিষয়টি আমলে নিয়েছে। আর সেটি আবুধাবি টি-টেন লিগের চেয়ারম্যান শাজি উল মুল্কের কথাতেই স্পষ্ট, 'বাংলা টাইগার্সকে আমরা সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। গত আসরে বেঙ্গল টাইগার্স নামে খেলা দলটির মালিক সামনের আসরে তাদের নাম পাল্টে করেছে দিলিস্ন বুলস। এটা আমাদের বড় একটি সুযোগ করে দিয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের ওপর দৃষ্টি রাখতে। বাংলা টাইগার্স বাংলাদেশের ক্রিকেটের চেতনাকে প্রতিনিধিত্ব করবে।' ৮ দলের এই টুর্নামেন্টের অংশ হতে পেরে আনন্দিত 'বাংলা টাইগার্স'-এর অন্যতম মালিক ইয়াসিন চৌধুরী, 'টি-টেন ক্রিকেটের মতো জনপ্রিয় টুর্নামেন্টের অংশ হতে পেরে আমরা গর্বিত। আমাদের আশা, এখানকার বাংলাদেশি কমিউনিটি খেলা দেখতে আসবে এবং দলকে সাহস জোগাবে।' বাংলাদেশ জাতীয় দলের তারকা খেলোয়াড়দের নিয়ে আসার প্রতিশ্রম্নতিও দিয়ে রাখলেন ইয়াসিন, 'আমরা আশা করছি, এবারের আসরে অন্তত পাঁচজন জাতীয় দলের খেলোয়াড়কে আনতে পারব। আমরা নিজেদের সেরাটা দিয়ে এই প্রতিযোগিতায় লড়াই করতে চাই।'