স্পেনের নাগরিকত্ব পেলেন ফাতি

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া ডেস্ক ফুটবল বিশ্বের নতুন চমক আনসু ফাতি। মাত্র ১৬ বছর বয়সে বার্সেলোনার জার্সি গায়ে জড়িয়ে প্রচারের আলোর নিচে চলে আসা এই ফরোয়ার্ড পেলেন আরেকটি খুশির খবর। স্পেনের জার্সিতে খেলতে আর কোনো বাধা নেই ফাতির। শুক্রবার স্পেনের নাগরিকত্ব পেয়েছেন গিনি বিসাউয়ে জন্ম নেয়া ফাতি। স্পেনের নাগরিকত্ব পেতে গেলে ১০ বছর দেশটিতে থাকতে হয়, ফাতি এই 'শর্ত' পূরণ করার পর স্প্যানিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার নাগরিকত্বের বিষয়টি নিয়ে কাজ শুরু করে। ফাতির স্প্যানিশ নাগরিকত্ব নিয়ে বেশি আলোচনার কারণ হলো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। এই আসরের জন্য দল ঘোষণার সময় শেষ হচ্ছে আগামী সপ্তাহে। সেই কারণেই তার নাগরিকত্ব নিয়ে এত তাড়াহুড়ো ছিল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের। নাগরিকত্ব পেয়ে যাওয়ায় আর বাধা নেই বার্সেলোনার যুব দল পেরিয়ে মূল দলে সুযোগ পাওয়া এই ফরোয়ার্ডের।