ভারতকে হারাতে চায় যুবারা

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে শুরুটা দুর্দান্ত হয়েছে বাংলাদেশের ছেলেদের। শ্রীলংকার বিপক্ষে জয়ের পর আজ লাল-সবুজরা মুখোমুখি হবে ভারতের। নেপালের কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় ৩.২০ মিনিটে অনুষ্ঠিত হবে গ্রম্নপ 'বি'এর এই ম্যাচটি। যে ম্যাচে ভারতের বিপক্ষে জয় চায় আত্মবিশ্বাসী বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসরে মোট ৬টি দল দুটি গ্রম্নপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে। গ্রম্নপ 'এ'তে আছে নেপাল, ভুটান ও মালদ্বীপ। গ্রম্নপ 'বি'তে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা। গ্রম্নপে মাত্র তিনটি করে দল হওয়াতে এক ম্যাচ জিতলেই সেমিফাইনালে এক পা দেয়া সম্ভব হয়ে যাচ্ছে যে কোনো দলের জন্য। অন্যদিকে একটি হারই বিদায় নিশ্চিত করে দেয়ার বিপদটাও আছে। নিজেদের প্রথম ম্যাচেই তিন পয়েন্ট অর্জন করায় সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ। গ্রম্নপের অন্যদল ভারত আজই প্রথম মাঠে নামতে যাচ্ছে। পয়েন্টশূন্য শ্রীলংকারও এখনো সুযোগ আছে কাগজে কলমে সেমিফাইনালে যাবার। বাংলাদেশ দলের হেড কোচ এ্যান্ড্রু পিটার টার্নার বলেছেন, 'প্রথম ম্যাচটি আমরা ভালোভাবেই শেষ করেছি। আগামীকাল (আজ) ভারতের বিপক্ষে ম্যাচ। ওই ম্যাচের জন্য আমরা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেছি। দলের সবাই সুস্থ আছে। কোনো ইনজুরি সমস্যা নেই। ম্যাচ নিয়ে আমরা পরিকল্পনা সাজিয়েছি। ম্যাচ খেলার জন্য দলের সবাই প্রস্তুত আছে।' সাফের বয়সভিত্তিক এ আসরটি হয়ে আসছে ২০১৫ সাল থেকে। প্রথম আসরটি হয়েছিলো অনূর্ধ্ব ১৯ ক্যাটাগরিতে। ঐ আসরে বাংলাদেশ ও ভারত খেলেছে দুই গ্রম্নপে। তবে 'বি' গ্রম্নপ চ্যাম্পিয়ন ভারত সেমিফাইনালে খেলে 'এ' গ্রম্নপের রানার্স আপ বাংলাদেশের সঙ্গে। নির্ধারিত সময়ে ম্যাচটি গোলশূন্য ড্র হওয়াতে পেনাল্টি শু্যটআউটে নির্ধারিত হয় ভাগ্য। যেখানে ৪-৩ (০-০) গোলে হেরে ছিটকে যায় বাংলাদেশ।